বিষয়টি নিশ্চিত করে সোমবার দুপুরে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ঘটনায় প্রতারকদের দেওয়া সেই বিকাশ নাম্বারের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পুলিশ সুপারকে অবগত করা হয়েছে।
জেলা প্রশাসক বলেন, সোমবার দুপুর ১২টার দিকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন জেহান, সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন খন্দকার ও চৌমুহনী পৌরসভার মেয়র খালেদ সাইফুল্যাহ আমাকে ফোন দিয়েছিলেন। তাঁরা জানান, আমার ব্যবহৃত মোবাইল নাম্বার থেকে উনাদের কাছে টাকা দাবি করা হয়েছে এবং সে টাকা মোবাইল ব্যাকিং বিকাশের মাধ্যমে পাঠানোর জন্য একটি নাম্বারও দেওয়া হয়। এ বিষয়ে সবাইকে সর্তক থেকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছেন ডিসি।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, এ বিষয়ে জেলা প্রশাসন থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।