Top
সর্বশেষ
সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বিশ্বব্যাংক সংস্কার কমিশনগুলোর কাজ শুরু অক্টোবরে, রিপোর্ট ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ ব্যাংকের পর্ষদের পরিচালক হলেন ফাহমিদা খাতুন রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত অশ্বিন-জাদেজার বীরত্বে চালকের আসনে ভার‍ত ঢাবিতে পিটিয়ে হত্যা: ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থী গ্রেপ্তার দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় ডিএসইতে ফের ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ অভাবনীয় সব সুবিধা নিয়ে ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

ইজিবাইক,অটো, মিশুক শ্রমিকলীগের ইফতার মাহফিল

১৮ এপ্রিল, ২০২২ ৭:৩৪ অপরাহ্ণ
ইজিবাইক,অটো, মিশুক শ্রমিকলীগের ইফতার মাহফিল

লক্ষ্মীপুর পৌর ইজিবাইক অটো মিশুক শ্রমিকলীগের উদ্যোগে ওয়েলকাম চাইনিজ রেস্টুরেন্টের এর সামনে সোমবার (১৮ এপ্রিল )ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মোজ্জাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। মেয়র বলেন, স্বল্প আয়ের মানুষকে মূলধারায় ফেরাতে সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। বিত্তবানদের সহযোগিতা কিছুটা হলেও বদলে দিতে পারে নিম্ন আয়ের মানুষের ইফতার চিত্র।
মেয়র ইজিবাইক অটো মিশুক শ্রমিকদের উন্নয়ন সুবিধা অনুযায়ী লাইন্স করে দেয়ার প্রতিশ্রুতি দেন এবং লাইসেন্স করতে প্রত্যেক চালকের সর্বনিম্ন বয়স ১৮ হইতে হবে। শ্রমিকদের উন্নয়ন লক্ষে কাজ করা হবে।

এ সময় লক্ষ্মীপুর জেলা শ্রমিকলীগের সদস্য সচিব বেল্লাল হোসেন ক্বারী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক এড. রাসেল মাহমুদ মান্না, জেলা শ্রমিকলীগের আহ্বায়ক ইউসুফ পাটওয়ারী, ইজিবাইক অটো মিশুক শ্রমিকলীগের সভাপতি মোঃ মিজান, সাধারণত সম্পাদক দেলোয়ার হোসেন সাদ্দামসহ প্রমুখ।

শেয়ার