Top

‘শিশু তাসফিয়ার হত্যাকারীদের অন্তর পশুত্বে ভরপুর’

১৯ এপ্রিল, ২০২২ ৮:০৪ অপরাহ্ণ
‘শিশু তাসফিয়ার হত্যাকারীদের অন্তর পশুত্বে ভরপুর’
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জের হাজীপুরে বাবার কোলে শিশু তাসফিয়া আক্তার জান্নাত হত্যা প্রসঙ্গে নোয়াখালী পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম বলেন, ‘নিষ্পাপ শিশু তাসফিয়াকে যারা হত্যা করেছে তাদের অন্তরের ভেতর মানুষ রূপে পশু বসবাস করে। কোন অপরাধ এবং অপরাধী আইনের উর্ধ্বে নয়। অপরাধীকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। শিশু তাসফিয়াকে যারা গুলি করে হত্যা করেছে তারা সবাই আইনশৃংখলা বাহিনির নখদর্পণে আছে। অতিদ্রুত তারা আইনের আওতায় আসবে’।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর ১ টায় বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিট পুলিশিং কর্তৃক আয়োজিত ‘মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন, যৌতুক, বাল্য বিবাহ, ইভটিজিং ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গড়তে সচেতনতামুলক সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ‘বেগমগঞ্জের পুলিশ সদস্য আছে ৪০ থেকে ৫০ জন। বিপুল জনসংখ্যার এই উপজেলায় এত কম পুলিশ দিয়ে কাজ চালানো সম্ভব না। আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনে সৎ হতে হবে। বিট পুলিশকে নিয়মিত তথ্য জানাতে হবে। মান-সম্মান,জ্ঞান এবং হুশ এ তিনটি জিনিস সবার মধ্যে থাকতে হবে। যারা নিষ্পাপ এই শিশুটিকে হত্যা করতে পারলো তাদের অন্তর পশুত্বে ভরপুর। এদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে। আমি এখানে দাড়িয়ে কথা দিচ্ছি এটার সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করবো। ইতোমধ্যে কয়েকজন আসামী ধরা পড়েছে, বাকি আসামীরাও আমাদের নখদর্পনে আছে। অতি দ্রুতই তাদের ও আইনের আওতায় নিয়ে আসবো। এ মামলা ইতোমধ্যে জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা আমাদের দায়িত্বে সৎ ও নিষ্ঠাবান আছি। এ অসহায় পিতাকে শান্তনা দেয়ার মত ভাষা আমার নেই। এটি নিয়তির পরিহাস।’

এসময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খুরশিদ আলম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সবাই ঔক্যবদ্ধ হয়ে সন্ত্রাস- চাঁদাবাজের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

সচেতনতামূলক সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মোঃ রাজিবুল হাসান (পিপিএম), বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি, হাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আজিম মির্জা প্রমুখ।

শেয়ার