২০ এপ্রিল বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৫১ শাহাদাতবার্ষিকী। ১৯৭১ সালের ২০ এপ্রিল নানিয়ারচরের বুড়িঘাটে পাকিস্তানি বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে বীরদর্পে লড়াই করে শহীদ হয়েছিলেন তিনি।
তাঁর শাহাদাতবার্ষিকী উপলক্ষে নানিয়ারচর উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধি তে পুস্পস্তবক অর্পন, দোয়া মাহাফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময়ে নানিয়ারচর উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মোঃ-ফজলুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) সুজন হালদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বিশেষ বক্তব্য দেন- বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ- কে সমাহিত করা দয়াল কৃষ্ণ চাকমা। এসময়ে তিনি বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের শহীদ হওয়া ও সমাহিত করার স্মৃতিচারণ করে বক্তব্য দেন।
এদিকে একইদিন বিকেলে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের উদ্যোগে সংগঠনটির কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের উদ্যোক্তা ও পরিচালক ইয়াছিন রানা সোহেল, সমন্বয়ক শহীদুল ইসলাম রাসেল, জামাল হোসেন, উদ্যোক্তা পরিষদ সদস্য মাসুদ রানা রুবেল ও মোঃ ইব্রাহিম রনি উপস্থিত ছিলেন।
১৯৭১ সালের আজকের এইদিনে মুক্তিযুদ্ধ চলাকালে রাঙামাটির নানিয়ারচরে পাকিস্থানী হানাদারদের সাথে প্রবল সম্মুখযুদ্ধে হানাদার বাহিনীর ছোড়া মর্টারের গোলার আঘাতে শাহাদাৎ বরণ করেন মুন্সি আব্দুর রউফ । পরে দয়াল কৃষ্ণ চাকমা নামে স্থানীয় এক পাহাড়ি ব্যাক্তি মুন্সি আব্দুর রউফ এর দেহাবশেষ দেখতে পেয়ে তা উদ্ধার করে বুড়িঘাটের একটি পাহাড়ি টিলায় তা সমাহিত করেন। এ বীর মুক্তিযোদ্ধার স্মৃতি রক্ষার্থে এবং অবদানকে শ্রদ্ধা জানাতে ১৯৯৭ সালে তার সমাধীস্থলে বিজিবির পক্ষ থেকে নির্মান করা হয় স্মৃতিসৌধ সিমান্ত শিখা। এখানে স্থান পেয়েছে যুদ্ধকালীন সময়ের তার বীরত্বগাাঁথা। বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের স্মৃতি সৌধে অসংখ্য মানুষ আসেন শ্রদ্ধা জানাতে।