পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আজিজ পাইপস লিমিটেডের পরিচালনা পর্ষদ সাময়িকভাবে উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, করোনা মহামারীর কারণে কোম্পানিটিতে পিভিসি রেসিন (প্রধান কাচাঁমাল) পিভিসি সরবরাহকারী সময়মতো সরবরাহ করতে পারেনি। যার কারণে এ হঠাৎ বাধা সৃষ্টি হয় উৎপাদন কার্যক্রমে। স্থানীয় বাজারে কাঁচামালের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। বর্তমান বাজার পণ্য মূলের চেয়ে উৎপাদনের খরচ অনেক বেশি। এসব কারণে আজিজ পাইপস ১০ জুন থেকে সি সিফটের উৎপাদন সাময়িক বন্ধ করে দিয়েছে। পিভিসি সরবরাহ ঠিক ও পরিস্থিতির উন্নতি হলে আবারও উৎপাদন শুরু করবে কোম্পানিটি।