Top

জলাবদ্ধতা রায়পুর পৌর এলাকার নিত্য দিনের চিত্র

২০ এপ্রিল, ২০২২ ৫:৪০ অপরাহ্ণ
জলাবদ্ধতা রায়পুর পৌর এলাকার নিত্য দিনের চিত্র
রায়পুর, (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

মডেল পৌরসভার অঙ্গিকার করা হলেও এখনো নানামুখী বিতর্কে জড়িয়ে আছে রায়পুর পৌরসভার উন্নয়ন কার্যক্রম।

বর্ষা প্রায় এসে পড়লেও জলাবদ্ধতা নিরসনে চোখে পড়ার মতো তেমন কোনো পদক্ষেপ গ্রহন করেনি রায়পুর পৌরসভা কতৃপক্ষ । পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটের তরফ থেকে রায়পুর পৌরসভাকে মডেল পৌরসভা করার উদ্যোগ নেয়া হয়েছে বলা হলেও বাস্তবে কাজ চলছে স্বাভাবিকের চেয়েও কিছুটা কম গতিতে।

পৌরসভাধীন কয়েকটি ওয়ার্ডে অল্প বৃষ্টিতে পানি জমা ও অতিরিক্ত কাদাময় হয়ে ওঠে সড়কগুলো। এতে করে নাগরিক দুর্ভোগ উঠে চরমে।

পৌরসভাধীন গুটি কয়েক রাস্তা চলাচলের উপযোগী হলেও পা রাখার একেবারে অনুপযোগী হয়ে পড়েছে পৌর ৩নং ওয়ার্ডের টি,সি রোডটি। সড়কটির বেহাল দশায় নাগরিকদের মনে সৃষ্টি হচ্ছে ক্ষোভের সঞ্চার।

পৌর ৩ নং ওয়ার্ডের টি,সি রোড এলাকায় বসবাসরত একজন জানান, সড়কটির বেহাল দশা পৌর মেয়র দেখলেও সংস্কারমূলক ব্যবস্থা গ্রহন করেননি। তিনি আরো বলেন, মেয়র মহোদয় নিজেও এই রোড দিয়ে যাতায়াত করেন। তবে নাগরিক দুর্ভোগ তাকে বিন্দুমাত্র ভাবায়নি।

পানি জমার কারণ অনুসন্ধানে দেখা যায়, পানি নিষ্কাশনের জন্য সড়টিতে নেই কোনো প্রকার ড্রেনেজ ব্যবস্থা।

শেয়ার