Top
সর্বশেষ
সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বিশ্বব্যাংক সংস্কার কমিশনগুলোর কাজ শুরু অক্টোবরে, রিপোর্ট ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ ব্যাংকের পর্ষদের পরিচালক হলেন ফাহমিদা খাতুন রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত অশ্বিন-জাদেজার বীরত্বে চালকের আসনে ভার‍ত ঢাবিতে পিটিয়ে হত্যা: ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থী গ্রেপ্তার দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় ডিএসইতে ফের ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ অভাবনীয় সব সুবিধা নিয়ে ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

এনআরবিসির সব পদ থেকে বাদ এমপি পাপুল

২৯ জুন, ২০২০ ১২:৩১ অপরাহ্ণ
এনআরবিসির সব পদ থেকে বাদ এমপি পাপুল

ফৌজদারি অপরাধের অভিযোগ ওঠায় এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের সঙ্গে সব ধরনের সংশ্লিষ্টতা ও সম্পৃক্ততা থেকে সরিয়ে দেওয়া হয়েছে সংসদ সদস্য শহিদ ইসলামকে (পাপুল)। প্রবাসীদের উদ্যোগে গঠিত এ ব্যাংকের পরিচালক, ভাইস চেয়ারম্যানের পাশাপাশি এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান পদে আসীন ছিলেন বহুল আলোচিত মানব ও অবৈধ মুদ্রাপাচারে অভিযুক্ত হওয়া এ সংসদ সদস্য।

শনিবার (২৮ জুন) ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মত সিদ্ধান্তে তাকে (পাপুল) সব পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।

ব্যাংকটির চেয়ারম্যান তমাল পারভেজ এনআরবিসির পর্ষদ সভার এ সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে নিশ্চিত করে তিনি দাবি করেছেন, ‘ফৌজদারি অভিযোগ ওঠায় পাপুলকে নিয়ে ব্যাংক (এনআরবিসি) প্রশ্নের মুখে পড়ুক, আমরা সেটি চাই না। তাই পর্ষদের এ সিদ্ধান্ত।

শহিদ ইসলাম (পাপুল) ছিলেন ব্যাংকটির প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তাদের একজন। ২০১৭ সালের ডিসেম্বরে ব্যাংকটির পরিচালনা ও ব্যবস্থাপনায় অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠার পর পর্ষদে পরিবর্তন আসে। আর এতেই ভাগ্য খুলে যায় শহিদের। ব্যাংকটির বিভিন্ন দায়িত্ব আসে তার কব্জায়।

শেয়ার