Top
সর্বশেষ
সংস্কার কমিশনগুলোর কাজ শুরু অক্টোবরে, রিপোর্ট ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ ব্যাংকের পর্ষদের পরিচালক হলেন ফাহমিদা খাতুন রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত অশ্বিন-জাদেজার বীরত্বে চালকের আসনে ভার‍ত ঢাবিতে পিটিয়ে হত্যা: ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থী গ্রেপ্তার দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় ডিএসইতে ফের ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ অভাবনীয় সব সুবিধা নিয়ে ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক চেন্নাই টেস্ট: হাসানের তোপে ৩ উইকেট হারিয়ে কাঁপছে ভারত

এনআরবিসির সব পদ থেকে বাদ এমপি পাপুল

২৯ জুন, ২০২০ ১২:৩১ অপরাহ্ণ
এনআরবিসির সব পদ থেকে বাদ এমপি পাপুল

ফৌজদারি অপরাধের অভিযোগ ওঠায় এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের সঙ্গে সব ধরনের সংশ্লিষ্টতা ও সম্পৃক্ততা থেকে সরিয়ে দেওয়া হয়েছে সংসদ সদস্য শহিদ ইসলামকে (পাপুল)। প্রবাসীদের উদ্যোগে গঠিত এ ব্যাংকের পরিচালক, ভাইস চেয়ারম্যানের পাশাপাশি এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান পদে আসীন ছিলেন বহুল আলোচিত মানব ও অবৈধ মুদ্রাপাচারে অভিযুক্ত হওয়া এ সংসদ সদস্য।

শনিবার (২৮ জুন) ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মত সিদ্ধান্তে তাকে (পাপুল) সব পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।

ব্যাংকটির চেয়ারম্যান তমাল পারভেজ এনআরবিসির পর্ষদ সভার এ সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে নিশ্চিত করে তিনি দাবি করেছেন, ‘ফৌজদারি অভিযোগ ওঠায় পাপুলকে নিয়ে ব্যাংক (এনআরবিসি) প্রশ্নের মুখে পড়ুক, আমরা সেটি চাই না। তাই পর্ষদের এ সিদ্ধান্ত।

শহিদ ইসলাম (পাপুল) ছিলেন ব্যাংকটির প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তাদের একজন। ২০১৭ সালের ডিসেম্বরে ব্যাংকটির পরিচালনা ও ব্যবস্থাপনায় অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠার পর পর্ষদে পরিবর্তন আসে। আর এতেই ভাগ্য খুলে যায় শহিদের। ব্যাংকটির বিভিন্ন দায়িত্ব আসে তার কব্জায়।

শেয়ার