Top

পিরোজপুরে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

২১ এপ্রিল, ২০২২ ৮:৫০ অপরাহ্ণ
পিরোজপুরে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের ইন্দুরকানীতে নারীর বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় ওই মরদেহটি জেলার উপজেলার পাড়েরহাটের আবাসন এলাকার খালের মোহনার চর এলাকা থেকে উদ্ধার করা হয়।

মরদেহটি উদ্ধারের কাজে নেতৃত্ব দেয়া ইন্দুরকানী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শামীম হোসেন জানান, ওই মরদেহটি অর্ধগলিত অবস্থায় বস্তা বন্দি পাওয়া গেছে। সেটি অজ্ঞাত এক নারীর মরদেহ। ধারনা করা হচ্ছে গত ৪-৫ দিন আগে তাকে কোন স্থান থেকে হত্যা করে বস্তা বন্দি করে নদীতে ফেলে দেয়া হয়েছে। ওই মরদেহটির বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছে। তার পড়নে একটি পাজামা রয়েছে। ধারনা করা হচ্ছে তার বয়স ৩০-৩৫ বছল হবে। এখনই তাকে কোন ধরনের সনাক্ত করা যচ্ছে না।

ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে পাড়েরহাট আবাসন এলাকার নদী ও খালের মোহনা সংলগ্ন চরে স্থানীয়রা বস্তা বন্দি একটি মরদেহটি দেখে থানা পুলিশকে জানান। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

শেয়ার