Top
সর্বশেষ
সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বিশ্বব্যাংক সংস্কার কমিশনগুলোর কাজ শুরু অক্টোবরে, রিপোর্ট ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ ব্যাংকের পর্ষদের পরিচালক হলেন ফাহমিদা খাতুন রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত অশ্বিন-জাদেজার বীরত্বে চালকের আসনে ভার‍ত ঢাবিতে পিটিয়ে হত্যা: ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থী গ্রেপ্তার দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় ডিএসইতে ফের ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ অভাবনীয় সব সুবিধা নিয়ে ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

নোয়াখালীর হাতিয়ায় পাওয়ারটিলার খাদে পড়ে নিহত-৩, আহত-১

২২ এপ্রিল, ২০২২ ৬:৪৯ অপরাহ্ণ
নোয়াখালীর হাতিয়ায় পাওয়ারটিলার খাদে পড়ে নিহত-৩, আহত-১
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার তমরদ্দি ইউনিয়নে পাওয়ারটিলার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশ্ববর্তী খাদে পড়ে গাড়ি চাপায় তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তমরদ্দি ইউনিয়নে এমরানের বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন- তমরুদ্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত আবদুল মালেকের ছেলে বেলাল হোসেন (২৬), একই এলাকার আবদুল কুদ্দুছের ছেলে মো. রুবেল ও আবদুল মন্নানের ছেলে দেলোয়ার হোসেন (১৫)। আহত ব্যক্তিও একই এলাকার ইউনুছ। তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে হাতিয়া পৌরসভা থেকে ড্রাইভার বেলাল তার পাওয়ার টিলার গাড়ি নিয়ে তমরুদ্দি ইউনিয়নের দিকে যাচ্ছিল। পথে এমরানের বাড়ির সামনের সড়কে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এসময় গাড়ি চাপায় চারজন গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বেলাল, রুবেল ও দেলোয়ারকে মৃত ঘোষণা করেন।

শেয়ার