নগরীর চেরাগী পাহাড় মোড়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আসকার বিন তারেক (১৮) নামে এক তরুণ ছুরিকাঘাতে নিহত হয়েছে। সে কোতোয়ালী থানার এনায়েত বাজার এলাকার জমির উদ্দিন ম্যানসনের এসএম তারেকের ছেলে। নিহত আসকার বিন তারেক জামালখান ওয়ার্ড ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক।
জানা যায়, দুই গ্রুপ সিনিয়র-জুনিয়র ইস্যুতে দুই-তিনদিন আগে বিবাদে জড়ায়। এ বিষয়ে সমঝোতার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। শুক্রবার সন্ধ্যায় ইফতারের পর আন্দরকিল্লা মোড়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন সমর্থিত সাব্বির ও সৈকত গ্রুপের মধ্যে কথা কাটাকাটি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে সেটা মিটে যায়।
রাত আটটার দিকে চেরাগীর মোড়ে উভয় গ্রুপ জড়ো হলে আবার সংঘর্ষ হয়। এর মধ্যে তারেক নামে একজন ছুরিকাহত হয়। উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
অপরদিকে, জেলার পটিয়ার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই মুহাম্মদ সোহেলকে (৩৫) ছুরিকাঘাতে খুন করা হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২২ এপ্রিল) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোহেল তারাবির নামাজ শেষে রাস্তায় বের হলে কয়েকজন যুবক অতর্কিতভাবে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান।
ইউপি চেয়ারম্যান আবুল কাসেম জানান, ‘আমার ছোট ভাইকে বিএনপি নেতা কায়েসের সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে হত্যা করেছে। নির্বাচনে হেরে সে আমার ওপর প্রতিশোধ নিতে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।‘