Top
সর্বশেষ

এক বছরেও আলোর মুখ দেখেনি চট্টগ্রাম কাস্টমসের ই-গেট

১৮ নভেম্বর, ২০২৪ ১২:৫৯ অপরাহ্ণ
এক বছরেও আলোর মুখ দেখেনি চট্টগ্রাম কাস্টমসের ই-গেট
চট্টগ্রাম প্রতিনিধি :

দেশের রাজস্বের সিংহভাগ আদায়ের প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমস। আবার বিভিন্ন অনিয়ম হওয়ার অভিযোগও রয়েছে এখানে। যার কারণে নিরাপত্তা জোরদার ও বহিরাগতের প্রবেশ রোধ করতে গতবছর অক্টোবরে ‘ইলেকট্রনিক গেট’ করার উদ্যোগ নেন চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। কিন্তু তার একবছর পেরিয়ে গেলেও এখনো আলোর মুখ দেখেনি ই-গেট।

রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, তিন তলা বিশিষ্ট কাস্টমস হাউসে ডুকতে মেইন গেইটে দেখা মিলবে দু’জন নিরাপত্তাকর্মী। ভবনের নিচ তলার মূল গেটের মুখোমুখি দেখা যাবে হেল্প ডেস্ক, তারপাশে রয়েছে ক্রীড়াঙ্গনে কাস্টমস ক্লাব চট্টগ্রামের সাফল্যের প্রতিটি বিজয়ের সাক্ষীর প্রতীক। মূল গেইটের ভিতরে প্রবেশ করতে দেখা মিলে হাতের দু’পাশে দুইটি করে মোট চারটি ইলেকট্রনিক গেট। এগুলো দিয়ে নিয়মিত যাতায়াত করছে সবাই, অনেকে গেইটের উপরে কাগজপত্র রাখছেন। ছিলনা কোন নিরাপত্তাকর্মী, এ ইস্যুতে যেন কোন অগ্রগতি নেই কর্মকর্তাদের মাঝে।

চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা যায়, নিরাপত্তা জোরদার এবং বহিরাগতদের প্রবেশ ঠেকাতে গতবছর ইলেকট্রনিক গেট স্থাপন করেন কাস্টমস কর্তৃপক্ষ। এজন্য প্রক্সিমিটি কার্ড ইস্যুরও উদ্যোগ নিয়েছিল সংস্থাটি। সংগ্রহ করেন সিএন্ডএফ এজেন্ট, শিপিং এজেন্ট, ফ্রেইট ফরওয়ার্ডিং এজেন্ট, কাস্টমস সরকারসহ সকল স্টেকহোল্ডারদের আবেদন পত্র। কিন্তু এখন পর্যন্ত গেইটি চালু হয়নি। তবে গেটের জন্য যে আইটি প্রতিষ্ঠানটি কাজ করছে, তাদের কিছু বকেয়া আছে। পাওনা পরিশোধ করে চারটি গেট চালু হবে বলে একটি সূত্রে জানা গেছে।

তথ্যমতে, এখানে অনেকে অস্থায়ী ভিত্তিতে কাজ করেন। যারা কর্মকর্তা-কর্মচারীদের ছত্রছায়ায় বিভিন্ন অনিয়মে জড়িত। মূলত তাদের আগলে রাখতেই ই-গেট এখনো চালু হয়নি বলে অভিযোগ রয়েছে। এটি চালু হলে বহিরাগতদের প্রবেশাধিকার কমে যাবে।

নাম না প্রকাশ করার শর্তে এক কর্মকর্তা জানান, ইলেকট্রনিক গেট চালু হওয়াটা জরুরি। চট্টগ্রাম কাস্টমসে রাজস্ব সংক্রান্ত নথি ছাড়াও সিস্টেম সফটওয়্যারে গুরুত্বপূর্ণ চালানের ডাটা রেকর্ড রয়েছে। গতবছর নথি চুরি ও সফটওয়্যার হ্যাক করার ঘটনাও ঘটেছে। এসময় দু’জনকে আটক করা হয়। ই-গেইট চালু হলে সংস্থাটিতে নিরাপত্তা বাড়বে এবং অপ্রয়োজনীয় মানুষের প্রবেশ কমবে।

চিটাগাং কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ এসোসিয়েশনের (সিএন্ডএফ) যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী রিগ্যান বাণিজ্য প্রতিদিনকে বলেন, সবার তথ্য সংগ্রহ করে ই-গেট চালু করতে কিছুটা সময় লাগতেছে, তবে প্রক্রিয়াধীন হয়েছে। এটা চালু হলে কাস্টমসে নিরাপত্তা বাড়বে এবং বাহিরের কেউ প্রবেশ করতে পারবে না। সিএন্ডএফ এর অর্থায়নে এটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল।

এ বিষয়ে জানতে চট্টগ্রাম কাস্টমসের কয়েকজন কর্মকর্তাকে ফোন দেওয়া হলেও নাম্বার ব্যস্ত থাকায় কারও বক্তব্য পাওয়া যায়নি।

এনজে

শেয়ার