Top

শেরপুরে বোরো আবাদে নেক ব্লাস্ট রোগের আক্রমণ, দিশেহারা কৃষক

২৩ এপ্রিল, ২০২২ ১:০৭ অপরাহ্ণ
শেরপুরে বোরো আবাদে নেক ব্লাস্ট রোগের আক্রমণ, দিশেহারা কৃষক

শেরপুর সদরসহ জেলার প্রায় সব স্থানেই শতশত একর জমিতে বোরো আবাদ নেক ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে।জেলায় চলতি বোরো মওসুমে ৯১ হাজার ৫শ হেক্টর জমিতে ইরি-বোরো ধানের আবাদ করেছে কৃষকরা। অনেকেই ধার-দেনা করে অনেক কষ্ট করে আবাদ করে ফসল ঘরে তোলার স্বপ্নে বিভোর, ধান যখন সোনালি বর্ণ ধারণ করে পাকতে শুরু করেছে ঠিক তখনি নেক ব্লাস্ট রোগের প্রাদুর্ভাবে ধানের শীষ আস্তে আস্তে সাদা হয়ে শুকিয়ে ধান চিটা হয়ে যাচ্ছে। ফলে ফলন কম হওয়ার আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।

জেলার বিভিন্ন এলাকা ঘুরে সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার বাজিতখিলা, সুলতানপুর, পাকুরিয়া, চরশেরপুর, কামারেররচর , ধলা ইউনিয়নসহ নকলার বরইতার, গনপদ্দী, উরফা, নকলা, গৌড়দ্বার, পাঠাকাটা, চরঅষ্টধর ও চন্দ্রকোনা ইউনিয়নসহ জেলার প্রায় সর্বত্রই এইরোগের প্রভাব পড়েছে। এসব এলাকার অনেক ক্ষেতের ধানের শীষ সাদা হয়ে শুকিয়ে গেছে এবং আস্তে আস্তে ধান চিটা হয়ে যাচ্ছে।

এনিয়ে কথা হয় কয়েকজন কৃষকের সাথে, বাজিতখিলার কবির মিয়া, চরশেরপুরের আব্দুল মালেক, মো: মানোয়ার হোসেন, নদর হোসেন, কামারেরচরের নওয়াব আলী, নকলার বরইতার গ্রামের রহুল আমিন, শফিকুল ইসলামসহ অনেকের সাথে। তারা চিন্তিত কাংখিত ফলন পাওয়া নিয়ে।

নকলার বরইতার গ্রামের রহুল আমিন বলেন, ‘আমগর গ্রামের যে কৃষি কর্মকর্তা আছে তার পরামর্শ নিয়া আমরা বাজার থাইক্কা কীটনাশক নিয়া ছিটাইতাছি তাও কাম হইতাছে না। আমি ঋণ নিয়া ধান চাষ করছি। ফলন না পাইলে, ঋণ কিবে কইরা পরিশোধ করমু।’

সুলতানপুর গ্রামের কৃষক আমজাদ বলেন, ‘আমরা গরিব কৃষক। ঋণধার কইরাই ধান লাগাই। ধানও ভালা হইছে, কিন্তু এহনতো ধানে চিটা হয়ে গেতাছে। ফলন না পাইলে। যে ঋণ করছি, এহন টেহা কই থনে দিমু।’

চরশেরপুরের মো: মানোয়ার হোসেন বলেন, ‘সংসার কিভাবে চালামু আমরা, যা লাগাইছি সব তো আস্তে আস্তে শেষ হয়ে যাইতাছে। এহন ধানের শীষ বাড়ানির সময় আর এহনি ধানের শীষ নষ্ট হইয়া যাইতাছে।’

কৃষি কর্মকর্তারা বলছেন, ‘দিনের বেলায় প্রচন্ড গরম, রাতে ঠান্ডা আর সাকালে কুয়াসা পড়ায় ধানক্ষেতে এ রোগ দেখা দিয়েছে। এই রোগটি শুধু শেরপুর জেলাতেই না, প্রায় সারাদেশেই আবহাওয়া জনিত কারণে কমবেশি আক্রমণ দেখা দিয়েছে। তবে ছত্রাকনাশক প্রয়োগ করে সুফল পাওয়া যাচ্ছে ।’

শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড: মুহিদ কুমার দে জানান, জেলার যেসব জমিতে ব্রি-২৮ ও ৮৪ জাতের ধান চাষ করা হয়েছে। সেসব জমিতে এ নেক ব্লাষ্ট দেখা দিয়েছে। প্রতিবছরই এ জাতের ধানে এ নেকব্লাষ্ট আক্রমন করে থাকে। তাই আমরা কৃষকদের এ দুজাতের ধান চাষ না করতে বলে আসছি।

কৃষকরা যাতে এ নেকব্লাষ্ট থেকে তাদের আবাদ রক্ষা করতে পারে এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী স্থানীয়দের।

শেয়ার