Top

দেশের পোল্ট্রি খাতে ইআরপি সংযোগ চালু করলো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

২৩ এপ্রিল, ২০২২ ৩:৩৯ অপরাহ্ণ
দেশের পোল্ট্রি খাতে ইআরপি সংযোগ চালু করলো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
নিজস্ব প্রতিবেদক :

দেশের পোল্ট্রি শিল্পের অন্যতম বৃহত্তম বহুজাতিক ফিড কোম্পানি সুগুনা ফুড অ্যান্ড ফিডস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড-কে একটি হোস্ট-টু-হোস্ট (এইচ-টু-এইচ) ইন্টিগ্রেশন সল্যুশন প্রদান করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। স্ট্যান্ডার্ড চার্টার্ড’ই প্রথম এই ইন্টিগ্রেশন ধারণার প্রচলন শুরু করে এবং দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ে এটি ব্যবহৃত হয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের পোল্ট্রি খাতে প্রথমবারের মতো এখন এই সুবিধা দিচ্ছে ব্যাংকটি।

এই সুবিধার ফলে, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং বা ইআরপি সিস্টেমের মাধ্যমে সুগুনা দেশিয় পেমেন্টগুলো সম্পন্ন করতে পারবে। ইআরপি সিস্টেম থেকে প্রয়োজনীয় সকল এমআইএস রিপোর্ট সুবিধাও পাবে প্রতিষ্ঠানটি, যা সরাসরি ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং চ্যানেল স্ট্রেইট-টু-ব্যাংক (এস-টু-বি) থেকে সংগ্রহ করা হবে। ব্যাংকের ইউনিভার্সাল অ্যাডাপ্টার সল্যুশনের মাধ্যমে এইচ-টু-এইচ ইপিআর সংযোগ স্থাপন করা হবে। ইউনিভার্সাল অ্যাডাপ্টার সল্যুশনের মাধ্যমে সুগুনা নিজস্ব নতুন অথবা ইতোমধ্যে বিদ্যমান ফাইল টেমপ্লেটসমূহ ব্যবহার এবং স্ট্রেইট-টু-ব্যাংক অ্যাক্সেস ও স্ট্রেইট-টু-ব্যাংক ওয়েব চ্যানেলের মাধ্যমে লেনদেন সংক্রান্ত বার্তা পাঠাতে সক্ষম হবে।

এইচ-টু-এইচ ইপিআর সংযোগ উপলক্ষ্যে সুগুনা ফুড অ্যান্ড ফিডস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড-এর অফিস প্রাঙ্গণে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর কান্ট্রি হেড অব ট্রানজেকশন ব্যাংকিং লুতফুল আরেফিন খান; সুগুনা ফুডস ও সুগুনা হোল্ডিংস-এর চেয়ারম্যান সুন্দররাজন বাঙ্গারুস্বামীসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে, সুগুনা ফুডস ও সুগুনা হোল্ডিংস-এর চেয়ারম্যান সুন্দররাজন বাঙ্গারুস্বামী বলেন, “এই ইন্টিগ্রেশনটি আমাদের সকল ব্যাংকিং চাহিদাসমূহ পূরণের স্ট্যান্ডার্ড চার্টার্ডের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির প্রতিফলনস্বরূপ। এই সল্যুশনের মাধ্যমে আমাদের পেমেন্ট প্রসেসিং ও রি-কন্সিলিয়েশন টাইম আরও উন্নত হবে। আমরা স্ট্যান্ডার্ড চার্টার্ডের ইউনিভার্সাল অ্যাডাপ্টারের মাধ্যমে যেই প্লাগ-অ্যান্ড-প্লে এইচ-টু-এইচ ইন্টিগ্রেশন সল্যুশন সুবিধা পাচ্ছি তা সত্যিই চমৎকার। এটি ব্যবহারে ইন্টিগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে যেই শক্তি/সম্পদ, সময় এবং শ্রম ব্যয় হয় তা উল্লেখযোগ্য হারে কমে এসেছে, ফলে আমাদের অর্থ-সংক্রান্ত লেনদেন ব্যবস্থাপনা আরও সহজ হয়েছে।”

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কান্ট্রি হেড অব ট্র্যানজেকশন ব্যাংকিং লুৎফুল আরেফিন খান বলেন, “আমাদের ইউনিভার্সাল অ্যাডাপ্টার অ্যাক্সেস সমৃদ্ধ এইচ-টু-এইচ সল্যুশনটি রিয়েল-টাইম অটোমেশনের সাহায্যে আমাদের ক্লায়েন্টদের ব্যবসায়িক কার্যক্রমে উল্লেখযোগ্য অপারেশনাল ও ফাইন্যান্সিয়াল সক্ষমতা অর্জনের অনন্য সুযোগ করে দিচ্ছে। এক দশকেরও বেশি সময় ধরে স্ট্যান্ডার্ড চার্টার্ড এইচ-টু-এইচ সল্যুশন সেবা দিয়ে আসছে এবং দেশজুড়ে বর্তমানে ৮০টি ক্লায়েন্ট এই সেবা গ্রহণ করছে।” তিনি আরও বলেন, “সুগুনার অংশীদার হতে পেরে আমরা অত্যন্ত গর্বিত এবং আশা করছি আমাদের এই বন্ধুত্ব ভবিষ্যতে আরও দৃঢ় হবে।”

শেয়ার