Top

মানিকগঞ্জে প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে মানববন্ধন

২৪ নভেম্বর, ২০২৪ ১:৩৪ অপরাহ্ণ
মানিকগঞ্জে প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে মানববন্ধন
মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের শিবালয়ে অনিয়ম, সেচ্ছাচারিতা ও আর্থিক দুর্নীতির মাধ্যমে ভুয়া বিল ভাউচার করে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জাফরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন কবির কে স্থায়ীভাবে অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী,অভিভাবক ও এলাকাবাসী।
আজ রবিবার (২৪ নভেম্বর) সকালে শিবালয় উপজেলার জাফরগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন প্রদক্ষিন করে ধূসর কালিবাড়ি ( গাবতলি মোড়) এলাকায় শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসী জড়ো হয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে।
একাধিক শিক্ষার্থীরা বলেন, আলমগীর স্যার নানা ভাবে আমাদের উপর অত্যাচার করেন। তিনি আওয়ামী পন্থী স্যার। সে টাকা ছাড়া কিছু বোঝে না তিনি আমাদের বলেন, তোমাদের টাকা ছাড়া স্কুলের একটি পেরেক ও গাঁথা হবে না। অন্য সকল স্কুলে পরিক্ষার ফি ৩০০ টাকা কিন্তু আমাদের স্কুলে ফি নেয় ৫০০ টাকা।
শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, আমরা গরীব মানুষ আলমগীর স্যার কে ফি কমানোর কথা বললে তিনি বলেন, ২২ লক্ষ টাকা দিয়ে চাকরি নিয়েছি ফি কমানো যাবে না। সে আওয়ামিলীগ এর দালাল ছিলো বলে জোর করে আমাদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করতো। অন্য স্কুলে ফি কম এখানে বেশি কেন এই কথা বললে তিনি বলেন, অন্য স্কুলের প্রধান শিক্ষক বড়লোক তাই কম নেন আমি বড়লোক নই তাই কম নিতে পারবো না।
এনজে
শেয়ার