Top
সর্বশেষ
আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ

মাকে হত্যা করায় বাবাকে পুলিশে দিল ছেলে

১১ জানুয়ারি, ২০২১ ৭:৩৮ অপরাহ্ণ
মাকে হত্যা করায় বাবাকে পুলিশে দিল ছেলে

মিরপুরে মাকে হত্যার ঘটনায় বাবাকে আটকে রেখে পুলিশে দিলেন এক যুবক। তিনি বাবাকে আটক করার জন্য জরুরি নম্বর ৯৯৯ এ কল করে প্রশাসনকে জানান।

সোমবার বেলা ১১ টার দিকে মিরপুরের পল্লবীর উত্তর কালশীর সিরামিক কারখানায় এই ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ কামাল জানান, সেলিনা খাতুন নামে একজনকে গলা কেটে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের ছেলে মো. রেজা তার বাবা রবিউল ইসলামকে আটকে রেখে জাতীয় জরুরি নম্বরে কল করেন। পরে বেলা একটার দিকে  পুলিশ তার বাবাকে গ্রেপ্তার করে।

রবিউলের বিরুদ্ধে মামলা করেছেন রেজা। তার আরেকটি ভাই রয়েছে।

পুলিশ কর্মকর্তা শাহ কামাল বলেন, ‘পারিবারিক দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। গ্রেপ্তার রবিউল একজন দিনমজুর। তার স্ত্রী অন্য কারও সঙ্গে সম্পর্ক গড়েছেন বলে সন্দেহ করতেন। এর বাইরে তেমন কিছু জানা যায়নি।’

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে উত্তর কালশীর সিরামিক কারখানায় সেলিনা খাতুন ও রবিউল হোসেনের কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে রবিউল হোসেন তার স্ত্রীকে জবাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তাকে ধরে ফেলেন ছেলে রেজা।

শেয়ার