Top
সর্বশেষ
ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্য দেশের ওপর নির্ভর করে না: ভারতীয় মুখপাত্র অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু বিএসএফের ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখান করল তালেবান বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত

মাকে হত্যা করায় বাবাকে পুলিশে দিল ছেলে

১১ জানুয়ারি, ২০২১ ৭:৩৮ অপরাহ্ণ
মাকে হত্যা করায় বাবাকে পুলিশে দিল ছেলে

মিরপুরে মাকে হত্যার ঘটনায় বাবাকে আটকে রেখে পুলিশে দিলেন এক যুবক। তিনি বাবাকে আটক করার জন্য জরুরি নম্বর ৯৯৯ এ কল করে প্রশাসনকে জানান।

সোমবার বেলা ১১ টার দিকে মিরপুরের পল্লবীর উত্তর কালশীর সিরামিক কারখানায় এই ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ কামাল জানান, সেলিনা খাতুন নামে একজনকে গলা কেটে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের ছেলে মো. রেজা তার বাবা রবিউল ইসলামকে আটকে রেখে জাতীয় জরুরি নম্বরে কল করেন। পরে বেলা একটার দিকে  পুলিশ তার বাবাকে গ্রেপ্তার করে।

রবিউলের বিরুদ্ধে মামলা করেছেন রেজা। তার আরেকটি ভাই রয়েছে।

পুলিশ কর্মকর্তা শাহ কামাল বলেন, ‘পারিবারিক দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। গ্রেপ্তার রবিউল একজন দিনমজুর। তার স্ত্রী অন্য কারও সঙ্গে সম্পর্ক গড়েছেন বলে সন্দেহ করতেন। এর বাইরে তেমন কিছু জানা যায়নি।’

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে উত্তর কালশীর সিরামিক কারখানায় সেলিনা খাতুন ও রবিউল হোসেনের কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে রবিউল হোসেন তার স্ত্রীকে জবাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তাকে ধরে ফেলেন ছেলে রেজা।

শেয়ার