Top
সর্বশেষ
ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্য দেশের ওপর নির্ভর করে না: ভারতীয় মুখপাত্র অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু বিএসএফের ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখান করল তালেবান বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত

অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি নজরুল, মহাসচিব শরফ উদ্দিন

২৪ জানুয়ারি, ২০২৫ ৭:৪৩ অপরাহ্ণ
অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি নজরুল, মহাসচিব শরফ উদ্দিন

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের কিছু দায়িত্বশীল কর্মকর্তা অবসরে যাওয়ায় নতুন করে ২০২৫-২০২৬ সালের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী (এডহক) কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) ঢাকার নিউ ইস্কাটনে সংগঠনটির কার্যলয়ে এসোসিয়েশনের জরুরি সভা অনুষ্ঠিত হয়। এসময় এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন ব্যাচের বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব জনাব মোঃ নজরুল ইসলামকে সভাপতি ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে মহাসচিব এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অতিরিক্ত সচিব মিজ কানিজ মওলা কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।

সহ-সভাপতি হিসেবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ.ম কবিরুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী, জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রারের কার্যালয়ের অতিরিক্ত সচিব (ডেপুটি রেজিস্ট্রার জেনারেল) মির্জা তারিক হিকমত, জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মোঃ মাহবুবুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ বাবুল মিয়া নির্বাচিত হয়েছেন।

এছাড়া সদস্য পদে পরিকল্পনা কমিশনের সদস্য ইকবাল আব্দুল্লাহ হারুন(সচিব), প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোঃ সাইফুল্লাহ পান্না,বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (পদাধিকার বলে) মোঃ ওমর ফারুক, বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক (পদাধিকার বলে) মোঃ আবদুল মালেক, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে, এম, আলী নেওয়াজ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোঃ মনিরুজ্জামান মিঞা নির্বাচিত হয়েছেন।

নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় একটি জনমুখী, দক্ষ, নিরপেক্ষ জনপ্রশাসন বিনির্মাণে এবং বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্যদের কল্যাণার্থে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করা হয়।

এম জি

শেয়ার