Top
সর্বশেষ
ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্য দেশের ওপর নির্ভর করে না: ভারতীয় মুখপাত্র অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু বিএসএফের ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখান করল তালেবান বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত

`শ্রমজীবী মানুষের সমস্যা সমাধানই হবে এবি পার্টির শ্রমিক রাজনীতি’

২৪ জানুয়ারি, ২০২৫ ১০:৫২ অপরাহ্ণ
`শ্রমজীবী মানুষের সমস্যা সমাধানই হবে এবি পার্টির শ্রমিক রাজনীতি’
নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের মানুষ রাজনীতিকে সুযোগ সুবিধা পাওয়ার হাতিয়ার মনে করে। রাজনৈতিক নেতাদের দূর্নীতি, দুঃশাসন মানুষকে রাজনীতি প্রতি ঘৃনা তৈরিতে বাধ্য করেছে। কিন্তু দিনশেষে দেশটা রাজনীতিবিদরাই চালায়। তাই আমাদের রাজনীতি সম্পর্কে মানুষের ধারণা বদলাতে কাজ করতে হবে। আমার বাংলাদেশ পার্টি’র রাজনীতি মানেই সমস্যা সমাধানের রাজনীতি। আমরা আমাদের শ্রমিক বিভাগকে শ্রমিক পার্টিতে রুপান্তর করতে চাই। শ্রমজীবী মানুষের সমস্যা সমাধানই হবে আমাদের শ্রমিক রাজনীতি বলেছেন এবি পার্টি’র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। আজ আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র শ্রমিক বিভাগের উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ে যোগদান ও আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এবি পার্টি’র শ্রম সম্পাদক শাহ আব্দুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শ্রম সম্পাদক আজিজা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টি’র সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, আমরা যদি মানুষের সমস্যা সমাধান নিয়ে কথা বলি। সরকারের নিকট দাবি উত্থাপন করি এবং আন্দোলন করি তাহলে মানুষ আমাদের সাথে যুক্ত হবে। আজ নতুন অনেকে যোগদান করছেন আশাকরি সবাই সবাই আমরা একসাথে মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবো। ইনশাআল্লাহ আমরা যদি সঠিকভাবে মানুষের জন্য কাজ করতে পারি তাহলে সবাই আমাদের যুক্ত হবে।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নতুন যোগদানকৃত সংগঠকদের স্বাগত জানিয়ে বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় এবি পার্টি সব সময় অগ্রনী ভুমিকা রাখবে। কারণ শ্রমিকদের ঘাম আর শ্রমের উপরই একটি দেশের উন্নয়ন নির্ভর করে। তিনি বাংলাদেশে শ্রম আইনের সঠিক প্রয়োগের উপর গুরুত্ব দিয়ে বলেন, শ্রম আদালত যদি শ্রমিকদের জন্য ন্যায্য ভুমিকা রাখে তাহলে বেতন ভাতার জন্য এতো আন্দোলন সংগ্রামের প্রয়োজন হতোনা।

আলোচনা সভা শেষে এবি শ্রমিক বিভাগে প্রায় শখানেক নতুন সদস্য যোগদান করেন।

এনজে

শেয়ার