Top
সর্বশেষ
ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্য দেশের ওপর নির্ভর করে না: ভারতীয় মুখপাত্র অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু বিএসএফের ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখান করল তালেবান বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত

বাগেরহাট শিকারির ফাঁদে আটকে থাকা ১২শ পাখি অবমুক্ত

২৪ জানুয়ারি, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ
বাগেরহাট শিকারির ফাঁদে আটকে থাকা ১২শ পাখি অবমুক্ত
বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাটে অবৈধভাবে শিকার করে আটকে রাখা প্রায় ১২শ ঝুট শালিক পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ জানুয়ারী) বিকেলে উপজেলার গাওলা ইউনিয়নের রাজপাট গ্রামে বিলের মধ্য থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর নেতৃত্বে অভিযান চালিয়ে এই পাখি উদ্ধার করা হয়। তবে এসময় শিকারিকে আটক করতে পারেনি উপজেলা প্রশাসন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে আগেই পাখি শিকারি ও তার সহযোগিরা পালিয়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী বলেন, শীতের মৌসুমে ঘের-বিলে পাখির কোলাহল বেড়ে যায়। আর এই সুযোগে একশ্রেণীর লোভী পাখি শিকারীরা বিভিন্ন ধরনের ফাঁদ পেতে পাখি শিকার করেন। গোপন সংবাদের ভিত্তিতে পাখি শিকারের তথ্য পেয়ে আমরা গাওলা লোকালয় সংলগ্ন বিলে অভিযান পরিচালনা করি। একটি মৎস্য ঘেরের অস্থায়ী ঘরের মধ্যে বিশেষ জালে আটকে রাখা ১২শ ঝুট শালিক পাখি পাই। পরে আমরা পাখিগুলোকে অবমুক্ত করি।তবে আমাদের উপস্থিতি টের পেয়ে পাখি শিকারীরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, আমাদের পৌঁছাতে দেরি হলে পাখি গুলো হয়ত পাচার হয়ে যেতে। পাখি শিকারের সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে নিয়মিত মামলা রুজু হবে এবং এদের আটকের অভিযান অব্যাহত থাকবে।

এনজে

শেয়ার