গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে কোটালীপাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ঘাঘর বাজার বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পৌর বিএনপির আহবায়ক ইউসুফ আলী দাড়িয়ার সভাপতিত্বে আলোচনা সভায় কোটালীপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বাশার হাওলাদার, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুব আলম খান, সদস্য সচিব মাসুদ তালুকদার, বিএনপি নেতা বাচ্চু হাওলাদার, কুশলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মিয়া, হিরণ ইউনিয়ন বিএনপির সভাপতি নান্নু দাড়িয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক লালন শেখসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এনজে