জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্র শিবিরের ১৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ সেক্রেটারিয়েট সদস্যদের তালিকা প্রকাশ করা হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে শিবিরের জাবি শাখার ভেরিফাইট ফেসবুক পেইজে সভাপতি মুহিবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তালিকা প্রকাশ করা হয়।
কমিতিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন- অফিস ও প্রচার সম্পাদক মো. মাজহারুল ইসলাম, শিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক আবদুল্লাহ আল মামুন, দাওয়াহ সম্পাদক মশিউর রহমান, অর্থ সম্পাদক মো. রাকিবুল হাসান, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মো. রাকিবুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক মো. তৌহিদ হাসান, বিজ্ঞান সম্পাদক মো. তৌফিক হুসাইন, আন্তর্জাতিক সম্পাদক মাহদী হাসান জিহাদ, গবেষণা সম্পাদক আরিফুল ইসলাম, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক মো. সাফায়েত মীর, পরিবেশ ও সমাজসেবা সম্পাদক মো. তরিকুল ইসলাম, ছাত্র অধিকার সম্পাদক মো. রাকিব হোসেন, সাহিত্য, প্রকাশনা ও ক্রীড়া সম্পাদক মো. মাহাদী হাসান, মানবাধিকার সম্পাদক মো. রায়হান উদ্দীন এবং তথ্য প্রযুক্তি সম্পাদক আলী আহম্মদ ।
নতুন কমিটি নিয়ে শাখা সভাপতি মুহিবুর রহমান মুহিব বলেন, আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আমরা ২০২৫ সেশনের সেক্রেটারিয়েট সেটআপ সম্পন্ন করেছি। আমি মনে করি, নতুন দায়িত্বশীল ভাইদের সম্মিলিত প্রচেষ্টায় ক্যাম্পাসকে শিক্ষা, গবেষণা ও নৈতিকতার আধার হিসেবে গড়ে তুলার লক্ষ্যে কাজ করতে পারব। এ কাজে ক্যাম্পাসের সকল অংশীজনের সাহায্য ও সহযোগিতা কামনা করি।
এর আগে গত ২২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শাখা ছাত্রশিবিরের এক অনুষ্ঠানে ২ দিনের মধ্যেই পূর্ণাঙ্গ সেক্রেটারিয়েটের তালিকা প্রকাশের ঘোষণা দেন শাখা সভাপতি মুহিবুররহমান মুহিব।
এনজে