বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, মুজিব আর জিয়া এক জিনিস না। মুজিব গণতন্ত্র হত্যা করেছেন, জিয়া গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। মুজিব মুক্তিযুদ্ধের সময় পালিয়ে যান; আর জিয়া ঘোষণা দিয়েছেন, লড়াই করেছেন। মুজিব দুর্ভিক্ষ এনেছেন, আর জিয়া মুক্ত করেছেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানীর ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন দুদু।
তিনি বলেন, গণতন্ত্রে ফেরার একমাত্র পথ নির্বাচন। আমরা যদি নির্বাচনের মধ্যে জাতিকে না নিয়ে যাই, তাহলে গণতন্ত্র ফেরার দ্বিতীয় পথ আছে বলে আমার মনে হয় না।
বিএনপির এই নেতা আরও বলেন, যারা গণতন্ত্রে ফিরতে চান, তারা নির্বাচনের কথা বলছেন। আমাদের মহাসচিব স্পষ্ট বলছেন, এই সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। সব দলের সঙ্গে তার সমান অধিকার থাকতে হবে।
দুদু বলেন, যারা গণতন্ত্র এবং বাস্তবতায় থাকতে চান তাদের বিএনপি মহাসচিবের বক্তব্যকে অভিনন্দন জানানোর কথা ছিল। কিন্তু তা না করে সমালোচনা করা দুঃখজনক ঘটনা।
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, নতুন কোনো রাজনৈতিক দল গঠনের উদ্যোগ যারা নিয়েছেন তারা যদি সরকারের প্রতিনিধিত্ব সৃষ্টি করে, তাহলে বির্তক সৃষ্টি হবে।
এম জি