Top
সর্বশেষ
সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বিশ্বব্যাংক সংস্কার কমিশনগুলোর কাজ শুরু অক্টোবরে, রিপোর্ট ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ ব্যাংকের পর্ষদের পরিচালক হলেন ফাহমিদা খাতুন রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত অশ্বিন-জাদেজার বীরত্বে চালকের আসনে ভার‍ত ঢাবিতে পিটিয়ে হত্যা: ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থী গ্রেপ্তার দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় ডিএসইতে ফের ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ অভাবনীয় সব সুবিধা নিয়ে ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

হাজীগঞ্জে নারী ক্রেতাদের উপর নির্ভর ব্যবসায়ীরা

২৫ এপ্রিল, ২০২২ ৩:১৬ অপরাহ্ণ
হাজীগঞ্জে নারী ক্রেতাদের উপর নির্ভর ব্যবসায়ীরা
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

দুই বছর পর আবারও আগের রুপে ফিরেছে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি।

করোনা মহামারীর কারনে আর সরকারের বিভিন্ন নিয়ম-নীতির মধ্যেই বন্দি ছিলো সবাই। পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ায় দুই বছর পর আবারও আগের রুপে ফিরে এসেছে চাঁদপুরের ব্যবসায়িক প্রাণকেন্দ্র হাজীগঞ্জ বাজারের শপিং সেন্টারগুলো।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে কেনাকাটা।

ঈদুল ফিতর প্রায় ঘনিয়ে। তাই বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ছুটছেন হাজীগঞ্জ বাজারে তাদের পছন্দের কেনাকাটা করতে। মার্কেটগুলোতে ইন্ডিয়ান পোশাকের প্রতিই ক্রেতারা বেশি ঝুঁকছেন বলে জানান বিক্রেতারা।

সোমবার হাজীগঞ্জ বাজারের মার্কেট গুলো ঘুরে দেখা গেলো শপিং সেন্টারগুলোতে পুরুষের চাইতে নারী ক্রেতাদের উপচে পড়া ভিড়। নিজেদের পছন্দের পোষাক সামগ্রী ক্রয় করতে ছুটছেন এক দোকান থেকে অন্য দোকানে। তবে দাম নিয়ে কিছুটা দোটানায় পড়েন ক্রেতারা।

ঈদুল ফিতর উপলক্ষে দোকানিরা ইন্ডিয়ান সারারা জর্জেট, ডায়মন্ড, বিনয়, কাঁচা-বাদাম, লাচ্ছা, বিবেগ, লংস্কার্ট, পাখি-লেহেঙ্গা, ঐশ্বরিয়ার ময়ূরী-ড্রেস আর পাকিস্তানি বাড়িস, খুবসুরত, পাকিস্তানি-কটি, শাহজাদিসহ নানান ডিজাইনের পোশাক এনেছেন।

ক্রেতারা জানান, গত দুই বছর ঈদ উপলক্ষে কেনাকাটা করতে পারেনি। করোনা মহামারীর কারনে পরিস্থিতি অনেকটা অনকুলে ছিলো না। এবছর পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ায় ঈদের কেনাকাটা করতে বের হয়েছেন।

ক্রেতারা আরো জানান, অন্য বছরের তুলনায় এ বছর ঈদে সব পোশাক সামগ্রীর দাম বেশি। ঈদে কিছু কেনাকাটা করা দরকার, তাই মার্কেটে এসেছি।

অপরদিকে বিক্রেতারা বলছেন, গত দুই বছরের তুলনায় এবছর অধিক হারে বেড়েছে ক্রেতার সংখ্যা। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ক্রয় বিক্রয়ও বেড়েছে।

 

শেয়ার