Top

মেয়রের চেয়ারে বসেই সম্পদের পাহাড় অমিতাভের

২৫ এপ্রিল, ২০২২ ৭:৩৪ অপরাহ্ণ
মেয়রের চেয়ারে বসেই সম্পদের পাহাড় অমিতাভের

ফরিদপুরে খন্দকার মোশারফ অধ্যায়ের পতন হয়েছে এক বছর হলো। নেতৃত্বশূন্য ফরিদপুর রাজ্যে পৌর মেয়র অমিতাভ বোসই এখন রাজা। সাথে আছে উজির নাজিরও। গোটা জেলা শহরেই চলছে তার খবরদারি । তার হুকুমের বাহিরে যেন গাছের পাতাও নড়ে না। মেয়র হয়ে দেড় বছরে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ। অথচ বছর খানেক আগেই অভাবে তার সংসার চলতো না। পরিবার নিয়ে থাকতেন ভাড়া বাসায়। আড়াই শতাংশ জমি ছাড়া, শহরে আর কোন জায়গা জমিও ছিলো না। তবে এখন শহরের বিভিন্ন জায়গায় স্ত্রীর নামে জমি কিনেছেন। ছাপড়া ঘরের জায়গায় করেছেন ৪ কোটি টাকার আলিশান বাড়ি। ব্যবসা বলতে, ছিলো শহরের সিংপাড়া রোডে একটি ভাঙাড়ির দোকান। তবে এখন তিনি নামে বেনামে কোটি টাকার ব্যবসা চালান। চলাফেরা করেন নিজস্ব বাহিনী নিয়ে। চাকরি, ব্যবসা বা অন্য কোনো পরিশ্রমের আয়ে এমন পরিবর্তন হয়নি। ভাগ্য বদলেছে ফরিদপুর পৌরসভার মেয়র হওয়ার পরেই। মেয়র হয়েই যেন আলাদিনের চেরাগ হাতে পেয়েছেন অমিতাভ বোস। রাতারাতি বনে গেছেন কোটিপতি দাদাভাই। নির্বাচনী হলফনামায় যিনি আয় দেখিয়েছেন মাত্র সাড়ে চার লাখ টাকা। গত এক বছরে কিভাবে তিনি এতো সম্পদের মালিক হলেন। এতে জনমনে প্রশ্ন উঠেছে, মেয়রের চেয়ারে এতো মধু?।

অনুসন্ধানে দেখা গেছে, মেয়রের চেয়ারে বসেই অনিয়মের এমন কোন কাজ নেই, যা অমিতাভ বোস করেননি। দেড় বছরে পৌরসভা থেকে বিনা নোটিশে ১৫ জনকে ছাটাই, টেপাখোলা গরুর হাট ইজারায় ২ কোটি টাকা অনিয়ম, দুই সংস্কার প্রকল্পে ৩০ লাখ টাকার লোপাট, বাড়ি নির্মানে প্লান অনুমোদনে ১৫ গুন বেশি অর্থ আদায়, করোনায় খরচের নামে দুর্যোগকালীন ফান্ড থেকে ৩ কোটি টাকা অত্মসাৎ, সিংপাড়ায় জোরপূর্বক অর্পিত সম্পত্তি ভরাট করে প্লট বিক্রি, হোটেল রাজস্থানের ৩০৬ নাম্বার রুমে জুয়া ও মদের আড্ডা, মুজিববর্ষের বৃক্ষরোপন কর্মসূচীর বরাদ্দে অনিয়ম, পৌরসভার নিজস্ব নির্মাণযন্ত্র ব্যাক্তিগকাজে ব্যবহার ও ভাড়া দেয়া, অবৈধ অটোরিকশার লাইসেন্স প্রদান, সাত গুন বেশি পৌর ট্যাক্স আদায়, হোল্ডিং প্লেট বাণিজ্য, জন্মসনদে ২০ গুন অতিরিক্ত টাকা আদায়। এছাড়া ফুটপাত, পতিতা পল্লী, শরিয়তউল্লাহ বাজার, মাছ বাজার, বাসষ্ট্যান্ড, খেয়াঘাট, লেবার হার্ট, মাইক্রোষ্ট্যান্ড, আবাসিক হোটেল, ট্রাক ষ্ট্যান্ড, পদ্মাপাড়ে বালু উত্তোলনসহ সব জায়গা থেকে মাসিক চাঁদা আদায় করা হয়। আর এসব কাজে মেয়রকে সহায়তা করেন খায়রুদ্দিন মিরাজ, মাহবুবুর রহমান, দোলোয়ার হোসেন ও সুবল বোস।

মেয়রের খবরদারি শুধু পৌরসভায় সীমাবদ্ধ নয়। এর বাহিরে শহরজুড়ে চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে কোটি টাকার সম্পদ করেছেন। বর্তমানে ফরিদপুরে সবকিছুই চলে তাঁর কথামতো। অতিতে এসব বরকত রুবেলের নিয়ন্ত্রণে ছিলো। এলজিইডি, জনস্বাস্থ্য, সড়ক ও জনপদ, শিক্ষা প্রকৌশল, পানি উন্নয়ন বোর্ড, বিআইডব্লিউটিসি, গণপূর্ত, বিআরটিএ, বিদ্যুৎ অফিস, বিএডিসি, পাসপোর্ট অফিস, শহরের ফুটপাত, গরুর হাট সবই মেয়রর কব্জায়। এসব নিয়ন্ত্রন করেন মেয়রের অনুগত খায়রুদ্দিন মিরাজ, দোলায়ার হোসেন, স্বুল বোস, টিটু ও মাহবুবুর রহমান। তবে এসব খাত থেকে তোলা চাঁদার পার্সেন্টিজ প্রতিমাসে চলে যায় মেয়রের পকেটে। শহরের সব ধরনের উন্নয়নকাজের ১০ শতাংশ পান মেয়র অমিতাভ বোস। যেন ফরিদপুরের দুই ভাই বরকত রুবেলের যোগ্য উত্তরসূরী হয়ে উঠেছেন তিনি। এই বেআইনি কাজে ক্ষমতাসীন দলের কয়েকজন নেতার পাশাপাশি প্রশাসনের একটি অংশেরও সহযোগিতার অভিযোগ রয়েছে। তবে এর পেছনে আরো একজন কলকাঠি নাড়েন। তিনি ফরিদপুরজুড়ে কাকা নামেই পরিচিত।

এলজিইডির কাজের কমিশন আদায়ের ক্ষেত্রে মেয়রের হয়ে কাজ করেন তার দীর্ঘদিনের সহযোগী খায়রুদ্দিন মিরাজ। এছাড়া পৌরসভার সকল কমিশনের ভাগ প্রধান নির্বাহী কর্মকর্তা শাহজাহান মিয়ার মাধ্যমে মেয়রের পকেটে যায়। সুবল বোস নিয়ন্ত্রণ করেন গণপূর্ত, সড়ক ও জনপথ, শিক্ষা প্রকৌশল, জনস্বাস্থ্য বিভাগের কাজ।

ফরিদপুর শহরে মেয়রের একটি সন্ত্রাসী বাহিনীও আছে। সেটি হেলমেট বাহিনী নামে পরিচিত। এরা মোটরসাইকেলে করে সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়ায়। তারা অধিকাংশই ছাত্রলীগ ও যুবলীগের কর্মী। এ বাহিনীটি আগে খন্দকার মোশাররফ হোসেনের এপিএস ফুয়াদের নিয়ন্ত্রনে ছিলো। তবে মোশারফের পতনের পরে এরা পৌর মেয়র অমিতাভ বোসের সঙ্গে যোগ দিয়েছেন। এ বিষয়ে ফরিদপুরের সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, মেয়র অমিতাভ বোসের দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, হামলা, ভয়ভীতি দেখানো থেকে শুরু করে সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করেন এই বাহিনী। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ে ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোসের বিরুদ্ধে করা অভিযোগের সুত্র ধরে অনুসন্ধান করে অনিয়মের এসব তথ্য পাওয়া যায়।

পঞ্চম শ্রেণীর নেতার কব্জায় ফরিদপুর আ.লীগের রাজনীতি

পৌর মেয়র অমিতাভ বোস ছিলেন পঞ্চম শ্রেণীর নেতা। প্রথমে কোতয়ালী থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক। পরে জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হোন। তবে ছোট নেতা হলেও তার দাপটে লণ্ডভণ্ড ফরিদপুর জেলা আওয়ামী লীগ। অমিতাভ বোসের অদৃশ্য চাপে কোনঠাসা জেলা সভাপতি-সম্পাদকও। শুধু সভাপতি সম্পাদকই নয় ভয়ে মুখ খোলেনা প্রথম শ্রেণীর অন্য নেতারাও। দ্বিতীয় শ্রেণীর নেতারাতো দুরে থাক। বছর খানেক আগে অমিতাভ বোসের রাজনৈতিক গুরু ছিলেন খন্দকার মোশাররফ হোসেন। তার সাথে বিভিন্ন সভা সমাবেশে একই ষ্টেজে অংশ নিতেন তিনি। এমন অনেক ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে। দীর্ঘদিন কাধে কাধ মিলিয়ে মোশারফ ব্লকের রাজনীতি করেছেন তিন। মোশাররফের অনুকম্পায় হয়েছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যানও। মোর্দাকথা মোশারফের হাত ধরেই রাজনীতিতে আসেন অমিতাভ। এখন বড়ভাই মোশারফ নির্বাসনে গেছেন। ভুলে গেছেন তার রাজনৈতিক অবদানও। যোগ দিয়েছেন অন্য গ্রুপে। বর্তমানে খন্দকার মোশাররফের উত্তরসূরী অমিতাভের রাজনীতির কাছেই কোণঠাসা জেলা আওয়ামী লীগ। তাহলে প্রশ্ন উঠতে পারে অমিতাভের খুঁটির জোর কোথায়? মাঝেমধ্যে ঢাকা থেকে এক প্রেসিডিয়াম সদস্য আসেন ফরিদপুরে। তাকে ভিআইপি প্রটোকল ও আপ্যায়ন করে তার ঘনিষ্ঠজন হয়ে উঠেছেন মেয়র আমিতাভ বোস। জেলার যেকোন দলীয় সিন্ধান্ত ওই নেতার মাধ্যমে প্রথমে অমিতাভ বোসের কাছেই আসে। তার উৎসাহ ও আশ^াসে অমিতাভ বোস বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক থেকে এবার জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হওয়ার স্বপ্ন দেখছেন। ইতোমধ্যে নিজেকে প্রার্থী ঘোষণা দিয়ে শহরজুড়ে ব্যানার ফেষ্টুনও লাগিয়েছেন। এমনকি ওই বড় নেতার জোরে জেলা আওয়ামী লীগে বিভেদ সৃষ্টি করেও তিনি রয়েছেন ধরাছোয়ার বাহিরে। তার কোন জবাবদিহিতাও নেই। নিজেকে পরিচয় দেন প্রেসিডিয়াম লীগের কর্মী হিসাবে।

জানতে চাওয়া হলে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন বলেন, মেয়র অমিতাভ বোস খন্দকার মোশাররফ হোসেনের সময় ভাইস চেয়ারম্যান ছিলেন। খন্দকার মোশাররফের সাথে মিলেমিশে রাজনীতি করছেন। আবার জেল-জুলুম ও নির্যাতনের শিকারও হয়েছেন। তবে বর্তমানে তিনি তার নিজের ব্লকেই রাজনীতি করেন।

বিনা নোটিশে ১৫ জনকে ছাটাই

মেয়র নির্বাচিত হয়ে চেয়ারে বসেই পৌরসভায় ছাটাই আতঙ্ক সৃষ্টি করেন মেয়র অমিতাভ বোস। তার এ কাজে সহযোগিতা করেন পৌরসভার প্রধান নির্বাহী সিইও শাহজাহান মিয়া। মেয়রের গণছাটাইয়ের শিকার হয়েছে পৌরসভার মাষ্টার রোলে চাকরি করা অতন্ত ১৫ জন কর্মচারি। চাকরি হারিয়ে মানবেতর জীবন পার করছেন অনেকে। নির্যাতনের শিকার হয়ে পৌরসভা ছেড়েছেন পৌরসভার বিদ্যুৎ সুপারভাইজার মানিক কুমার দাস। এছাড়া মতের অমিল হলেই বিনা নোটিশেই চাকুরিচ্যুত করা হয় মাষ্টার রোলের কর্মচারীদের। সাবেক মেয়রের সাথে যোগাযোগ রাখায় তিন দিনের মধ্যে বদলি করা হয় পৌরসভার প্রধান হিসাব রক্ষক ফজলুল করিম আলালকে। ফেসবুকে পোষ্টের মিথ্যা অভিযোগে বহিস্কার করা হয় পৌরসভার স্বাস্থ্য সহকারী মাহবুব হোসেনকে। মাহবুবকে বহিস্কার করে ওই স্থানে নিয়োগ দেয়া হয় মেয়রের ভাতিজাকে। এছাড়া ছাঁটাই করা ১৫ জনের স্থলে নিজের ঘনিষ্টদের নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগের ক্ষেত্রে প্রতিজনের কাছ থেকে ৩ লাখ করে টাকা নেয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে চাকরি হারানো মানিক কুমার দাস বলেন, সাবেক মেয়র মাহতাব হোসেন মেথু স্যারের সময়ে যাদের নিয়োগ দেয়া হয়েছে। তাদের কাউকেই রাখেনি বর্তমান মেয়র অমিতাভ বোস। পুরানোদের ছাটাই করে মাষ্টার রোলে নিজের ঘনিষ্টজনদের নিয়োগ দেয়া হয়েছে। শুনেছি এতে মোটা অঙ্কের টাকার লেনদেন হয়েছে। এছাড়া যারা আগে স্থায়ীভাবে নিয়োগ পেয়েছিলো তাদের মাঠের কাজে নামিয়ে, বর্তমানে মাষ্টার রোলে নিয়োগ পাওয়াদের চেয়ারে বসানো হয়েছে।

মুজিববর্ষের বৃক্ষরোপন কর্মসূচীর বরাদ্দে অনিয়ম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রথম শ্রেনীর পৌরসভাগুলোকে বৃক্ষ রোপনের জন্য ২৫ লাখ টাকা করে বরাদ্দ দেয়া হয়। ফরিদপুর পৌরসভাও এই বরাদ্দ পান। তবে বরাদ্দ পাওয়া টাকার ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে মেয়র অমিতাভ বোসের বিরুদ্ধে। শহরের রাজবাড়ী রাস্তার মোড় থেকে টেপাখোলা গরুর হাট পর্যন্ত ৬ লাখ টাকার বিভিন্ন বনজ ও ফলজ গাছের চারা রোপন করে ২৫ লাখ টাকা তুলে নেয় মেয়র। এতে কাউন্সিলরদের মতামতও নেয়া হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে এক কাউন্সিলর বলেন, বৃক্ষ রোপনের বরাদ্দ এসছে শুনেছি। তবে কোথায় গাছ লাগানো হয়েছে এবং কত টাকার গাছ লাগানো হয়েছে সেটা জানা নেই। কারন মেয়র সাহেব আমাদের এ বিষয়ে কিছু বলেননি এবং মতামতও নেয়নি। শুধু বৃক্ষরোপনই নয় গোপনে অনেক নতুন নতুন প্রকল্প সৃষ্টি করে টাকা তোলা হয়। এতে পৌরসভার সিইও জড়িত আছে। আমরা নামমাত্র কাউন্সিলর আমাদের দিয়ে মেয়রের কোন কাজে লাগে না। তিনি যা করার নিজের ইচ্ছা মতই করেন।

টেপাখোলা গরুর হাট ইজারায় ২ কোটি টাকা অনিয়ম

ফরিদপুর পৌরসভার টেপাখোলায় পরিচালিত গরুর হাটটি গত ১৪২৮ বাংলা সনের জন্য ৬ কোটি ১১ লাখ টাকায় ইজারা নিয়েছিলেন শ্রাবণী কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুর রহমান। এক বছর পরেই এই হাটের ইজারা মূল্যে কমে ৪ কোটি ৮ লাখে দাড়িয়েছে। এতে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে ২ কোটি ৩ লাখ টাকার। জানা গেছে, পৌর মেয়র অমিতাভ বোস পরিকল্পিতভাবে কম টাকায় গরুর হাট ইজারা দিয়ে দুই কোটি টাকা তার সহযোগী খাইরুদ্দিন মিরাজ ও মাহবুবের মাধ্যমে সংগ্রহ করেছেন। পরে কাউন্সিলররা হস্তক্ষেপ করায় তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে দেয়া হয়। এদিকে গতবছর ইজারা পাওয়া সিদ্দিকুর রহমান মোহতেশাম বাবরের ঘটিষ্ঠজন হওয়ায় চলতি বছরে হাটের ইজারা পাননি তিনি। তবে সিদ্দিক ইজারা না পাওয়ায় তার সহযোগী সালেহ আহম্মেদের নামে হাটের ইজারা নিয়েছেন সিদ্দিক।

টেপাখোলার বাসিন্দা আমজাদ হোসেন বলেন, বরকত রুবেলের সময় হাটের ইজারা হতো মাত্র ২ কোটি টাকা। তাদের পতনের পর গত বছর জেলা প্রশাসন গরুর হাটের ইজারা ডাকায় হাটের ইজারা মূল্যে একলাফে বেড়ে গিয়ে ৬ কোটিতে দাড়ায়। তবে এ বছর হাটে ইজারায় পৌর মেয়র অমিতাভ বোস হস্তক্ষেপ করায় আবারও ২ কোটি কমে গেছে। আসলে গতবার ওপেন ডাক হয়েছিলো তাই ভাল দাম পাওয়া গেছে। কিন্তু এবার গোপনেই হাটের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। এজন্য কিছুটা অনিয়মের কথা শোনা যাচ্ছে।

হোটেল রাজস্থানের ৩০৬ নাম্বার রুম মেয়রের পানশালা

ফরিদপুরের আলোচিত দুই ভাই বরকত রুবেলের হেরেমখানার সন্ধান পেয়েছিলো পুলিশ। যেখানে বরকত প্রতিদিন আড্ডা দিতেন। মদ্যপান করে মাতাল হয়ে নেতাকর্মীদের অকথ্য ভাষায় গালাগাল করতেন। তবে বরকত রুবেলের পতনের পরে ফরিদপুরের আবারো হেরেমখানার সন্ধান মিলেছে। ফরিদপুর পুরাতন বাসষ্ট্যান্ডের পাশে হোটেল রাজস্থানের ৩০৬ নাম্বার রুমে নিয়মিত বসে এই হেরেমখানা। এতে মদ্যপান করে মোবাইলে নেতাকর্মীদের গালাগাল করেন পৌর মেয়র অমিতাভ বোস। শুধু মদ্যপান নয় ওই রুমে নিয়মিত জুয়ার আসরও বসে। আর এতে সঙ্গ দেন মেয়র অমিতাভ বোসের সহযোগী খাইরুদ্দিন মিরাজ, দেলায়ার হোসেন, মাহবুবুর রহমান, সুবল বোস ও হোটেল মালিক কালাম হোসেন। প্রশাসনের নাকের ডগায় ওই হেমেরখানায় মাসে কোটি টাকার জুয়ার বাণিজ্য চলে। বিভিন্ন জেলা থেকে অমিতাভ বোসের সহযোগীরা এসে ওই রুমে মদ ও জুয়ার আড্ডায় যোগ দেন। এ বিষয়ে হোটেল রাজস্থানের পাশের পান দোকানি আফজাল হোসেনর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, প্রায় রাতেই দেখি মেয়র ও তার বন্ধুরা হোটেলে ঢোকেন। এবং ২-৩ ঘন্টা অবস্থান করেন। তবে ভেতরে তারা কি করেন সে বিষয়ে আমার কিছু জানা নেই। শুনেছি তারা এখানে আড্ডা দেন ও বিশ্রাম নেন।

মন্দিরের নামে অর্পিত সম্পত্তি ভরাট করে প্লট বিক্রি

ফরিদপুর শহরের সিংপাড়া রোডে মেয়র অমিতাভ বোসের বাড়ির দক্ষিণ পাশে ১৯৭১ সালে যুদ্ধে সংখ্যালঘুদের ফেলে যাওয়া ৬২ শতাংশ শত্রু সম্পত্তি রয়েছে। যেটা অন্ধ পুকুর নামে পরিচিত ছিলো। কিন্তু প্রশাসনের অনুমতি ছাড়াই ক্ষমতার দাপট দেখিয়ে সেই পুকুর বালু দিয়ে ভরাট করেছেন মেয়র। ভরাট করার সময় এলাকাবাসী বাঁধা দিলে ওই জায়গায় মন্দির স্থাপনের আশ^াস দেন মেয়র। তবে ভরাট করার কয়েক মাস পরেই ওই সম্পত্তি মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্লট আকারে বিক্রি করা শুরু করেন। বর্তমানে ওই সম্পত্তির বাজার মুল্যে প্রায় ১২ কোটি টাকা। জানতে চাওয়া হলে নাম প্রকাশে অনিচ্ছুক সিংপাড়া রোডের এক বাসিন্দা বলেন, প্রায় তিনযুগ ধরে ভরাট হওয়া পুকুরটি এলাকাবাসী ময়লার ভাগাড় হিসাবে ব্যবহার করতো। ওই পুকুরের জায়গার কোন মালিক ছিলোনা। শুনেছি এটা হিন্দুরের ফেলে যাওয়া সম্পত্তি। কিন্তু অমিতাভ বোস মেয়র হওয়ার ৫ মাসের মাথায় ওই পুকুরটি ভরাট করে ফেলে। এবং ছোট ছোট প্লট তৈরি করে গোপনে বিক্রি করছেন। শুনেছি সে প্রশাসন ম্যানেজ করে এটা করেছে। তাই ভয়ে কেউ মুখ খোলেনা। তবে বিভিন্ন সময়ে অপরিচিত লোকদের এই জায়গা দেখতে আসতে দেখা যায়।

দুর্যোগকালিন ভান্ড থেকে টাকা অত্মসাৎ

করোনার অজুহাতে পৌরসভার দুর্যোগকালিন ফান্ড থেকে টেন্ডার ছাড়াই বিপুল পরিমান অর্থ খরচের অভিযোগ রয়েছে মেয়র অমিতাস বোসের বিরুদ্ধে। এ নিয়ে কাউন্সিলররা আপত্তি জানালে বরখাস্তের হুমকি দিয়ে থামিয়ে দেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও শাহজাহান মিয়া। জানা গেছে, করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ মিলে জরুরী ফান্ড থেকে মেয়র প্রায় ৩ কোটি টাকা ছাড় করিয়েছে। তবে ওই টাকা কোন খাতে ব্যয় করা হয়েছে সে বিষয়ে কোন প্রমান রাখা হয়নি। এমনকি এক্ষেত্রে কাউন্সিলরদের কোন মতামতও নেয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

পৌরসভার বাড়ি নির্মানে প্লান অনুমোদনে অতিরিক্ত অর্থ আদায়

পৌর এলাকার বাড়ি নির্মানে নির্ধারিত ফি‘র চেয়ে ১০ গুন অতিরিক্ত টাকা দিতে হয় বাড়ি মালিকদের। টাকা না দিলে মাসের পর মাস আটকে রাখা হয় নির্মানকাজ। কয়েকজন বাড়ি মালিকের সাথে কথা বলে জানা গেছে, বাড়ি নির্মানে পৌরসভার ফি- প্রতি তলা ৫ হাজার টাকা, এক্ষেত্রে পাঁচতলা বাড়ি নির্মানে অনুমোদন ফি ২৫ হাজার টাকা হওয়ার কথা। কিন্তু পাঁচ তলা বাড়ি নির্মান করতে হলে পৌর প্লান অনুমোদন বিল দিতে হয় ৫-৬ লাখ টাকা। এ টাকা সরাসরি পৌরসভা নয়, মেয়রের বন্ধু খায়রুদ্দিন মিরাজের কাছে দিতে হয়। টাকা না দিলে নির্মান কাজ আটকে রাখা হয়।

দুই প্রকল্পে ৩৫ লাখ টাকার অনিয়ম

পৌরসভার সামনে থেকে মেটারনিটি হাসপাতাল পর্যন্ত রাস্তার সংস্কারের কাজে নিজেই প্রকল্প সৃষ্টি করে টেন্ডার দিয়ে খাইরুদ্দিন মিরাজকে দিয়ে কাজ করান মেয়র অমিতাভ বোস। এই প্রকল্পের ব্যয় ছিলো ৩৫ লাখ টাকা। তবে সরেজমিনে গিয়ে দেয়া যায়, পাকা রাস্তার খানা খন্দ বিটুমিন দিয়ে ভরাট করেই কাজ শেষ করা হয়েছে। এতে আনুমানিক ১৫ লাখ টাকা খরচ করা হয়েছে। অথচ প্রকল্প ব্যয়ের বাকি অর্থের হদিস মেলেনি। এছাড়া শহরের মেটারনিটি হাসপাতালের মোড় থেকে চৌরঙ্গি মসজিদ পর্যন্ত ০.২৫ কি.মি ড্রেন নির্মান করেছে পৌরসভা। এতে বরাদ্দ ছিলো ৩০ লাখ টাকা। তবে এ প্রকল্পের নির্মান কাজে নিন্মমানের মালামাল ব্যবহারের অভিযোগ রয়েছে। ড্রেনের কিছু কিছু জায়গায় রডের বদলে বাঁশ ব্যবহারের প্রমান পাওয়া গেছে। এই প্রকল্পের ব্যয় ৩০ লাখ হলেও খরচ হয়েছে ২০ লাখ টাকা। বাকি ১০ লাখ টাকা অনিয়মের অভিযোগ রয়েছে। এ বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামসুল আলমের কাছে জানতে চাওয়া হলে তিনি কথা বলতে রাজি হয়নি। পরে তিনি কাগজপত্র দেখে জানাবেন বলেছেন।

দেড় বছরে মেয়রের চাঁদাবাজিতে অতিষ্ঠ ফরিদপুরবাসী

পৌরসভার কাটিকাটার এক্সকাভেটর (ভেকু) ট্রাক, বুলডোজার, কনষ্ট্রাকশন হুইল লোডার ব্যাক্তিগতভাবে ভাড়া দিয়ে টাকা উপার্জন করেন মেয়র। এছাড়া পৌরসভার জন্মজনদে সরকারি ফি ৫০ টাকা থাকা সত্ত্বেও ৫০০ টাকা নেয়া হয়। কোন কোন ক্ষেত্রে এর পরিমান ৫ হাজার টাকাও ছাড়িয়ে যায়। শহরজুড়ে দীর্ঘদিন ধরে চলছে হোল্ডিং প্লেট বাণিজ্য। পৌরসভার বিভিন্ন জায়গায় বাধ্যতামূলক হোল্ডিং নাম্বার দিয়ে ৪০০-৫০০ টাকা নেয়া হচ্ছে। এ কাজে মেয়র ব্যবহার করছেন সহযোগী সুবল বোসকে। ব্যাটারি চালিত অটোরিকশার লাইসেন্স দেয়ার নিয়ম নেই পৌরসভার। অটোরিকশা বন্ধে হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও অবৈধভাবে অটোরিকশা লাইসেন্স দিয়ে বছরে কোটি টাকার বাণিজ্য করছেন পৌর মেয়র অমিতাভ বোস। প্রতি বছর অটোরিকশার লাইসেন্স বাবদ নেয়া হচ্ছে ২৯০০ টাকা। লাইসেন্স না থাকলেই অটোরিকশা জব্দ করে ব্যাটারি খুলে নেয়ার অভিযোগ রয়েছে। এদিকে পৌরসভার ট্যাক্স বিড়ম্বনায় পড়েছে শহরবাসী। সরকার নির্ধারিত ফি’র চেয়ে ৭ গুন বেশি পৌর ট্যাক্স নেয়া হচ্ছে। ৫০০ টাকার ট্যাক্স নেয়া হচ্ছে ৯ হাজার টাকা। এছাড়া ফুটপাত, পতিতা পল্লী, শরিয়তউল্লাহ বাজার, মাছ বাজার, বাসষ্ট্যান্ড খেয়াঘাট, লেবার হার্ট, মাইক্রোষ্ট্যান্ড, আবাসিক হোটেল, ট্রাক ষ্ট্যান্ড,পদ্মাপাড়ে বালু উত্তোলনে মাসিক চাঁদা আদায়ের বিষয়টি দেখভাল করেন মেয়রের বন্ধু খায়রুদ্দিন মিরাজ। মিরাজ এসব খাত থেকে যত টাকা উত্তোলন করেন তার ৭ শতাংশ মেয়রের কাছে জমা দেন।

জানতে চাওয়া হলে সাবেক পৌর মেয়র মাহতাব হোসেন মেথু আমার সংবাদকে বলেন, লোকের মুখে শুনতে পাই, পৌরসভা এখন আর আগের মত নেই। পৌরসভা এখন রাজনৈতিক অফিস হয়েছে। যেখানে সবসময় শত শত নেতাকর্মীর ভিড় থাকে, নাগরিকরা সেবা পায়না। মেয়রের দুর্নীতির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি এসবের খোঁজ রাখিনা। তবে মানুষে বলে তিনি নাকি কোটি টাকার বাড়ি করেছেন। নামে বেনামে অনেক সম্পদ গড়েছেন। পৌরসভায় এতো টাকা আছে, এটা আমার জানা ছিলো না।

অভিযোগের বিষয়ে পৌর মেয়র অমিতাভ বোস বলেন, কোন পক্ষ ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে হয়তো। তবে আমি পৌরসভাকে দেড় বছরে যা দিয়েছি। সেটা উদাহরন দেয়ার মত। গত ১৭ বছরে ফরিদপুর পৌরসভা রুগ্ন হয়ে গেছিলো। পৌরবাসী মেয়রের দেখা পেতো না। নানা অনিয়মে জড়িয়ে ছিলো পৌরসভা। লক্ষ্য করার মত কোন উন্নয়ন হয়নি। আমি দেড় বছরে খুব বেশি বরাদ্দ পাইনি। তবে যতটুকো পেয়েছি শতভাগ কাজ করেছি। এতো ভাল কাজ করার পরেও যদি কেউ অভিযোগ দেয় সেটা দুঃখজনক। তবে সংবাদিক প্রবির সিকদার আমার পিছু লেগে আছে, সে হয়তো কোন অভিযোগ দিতে পারে। ####

শেয়ার