Top

শাহরাস্তিতে মাদ্রাসা’র অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির তদন্ত

২২ নভেম্বর, ২০২৪ ১০:২১ পূর্বাহ্ণ
শাহরাস্তিতে মাদ্রাসা’র অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির তদন্ত
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি :

শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা’র, অধ্যক্ষ মো: বেলাল হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত কমিটি, তদন্ত করেছেন।

(১৯ নভেম্বর) মঙ্গলবার সকাল ১১ টায় শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা’র অধ্যক্ষের অনিয়মের বিরুদ্ধে এ তদন্ত  কমিটি” তদন্ত করেন।

উক্ত তদন্ত কার্যক্রমে মাদ্রাসার সকল শিক্ষক, কর্মচারীর উপস্থিতি যাবতীয় প্রমাণাদি অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে অভিভাবক সদস্য শিক্ষক ও এলাকাবাসী, পৃথক, পৃথক সাক্ষাৎকার নিয়েছেন তদন্ত কমিটি। উক্ত তদন্ত কমিটির টিম প্রদান উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে  উপজেলা কৃষি অফিসার আয়শা আক্তার, উপস্থিত রয়েছেন তদন্ত কমিটির সদস্য উপজেলা সমাজসেবা অফিসার আবু ইসহাক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আশরাফ খান।

অভিযোগ সূত্রে জানা যায় অধ্যক্ষ মোঃ বেলাল হোসেনের অনিয়ম ও দুর্নীতির  অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার, শাহরাস্তি, চাঁদপুর এর স্মারক নং-৬৭৭

উল্লেখিত অভিযোগের প্রেক্ষিতে অধ্যক্ষ মোঃ বেলাল হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত কার্যক্রম তদন্ত কমিটি  অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে অভিভাবক সদস্য শিক্ষক ও এলাকাবাসীর পৃথক সাক্ষাৎকার নিয়েছেন তদন্ত কমিটি।

এ বিষয়ে মাদ্রাসা গভর্ণিং বডির অভিভাবক সদস্য মো: আব্দুল কাইয়ুম রিপন জানান, শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা’র অধ্যক্ষ মোঃ বেলাল হোসেন দীর্ঘ বছর যাবৎ মাদ্রাসায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। তিনি একক স্বেচ্ছাচারিতায় মাদ্রাসা পরিচালনা করে আসছেন।  তিনি কাউকে কোন তোয়াক্কা না করে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করেছেন।

আমরা প্রশাসনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ অনিয়ম ও দুর্নীতিকারী অধ্যক্ষের অপসারণ দাবি করছি। এবং এ দুর্নীতিকারী অধ্যক্ষ বেলাল হোসেন যতদিন মাদ্রাসায় থাকে ততদিন মাদ্রাসার ব্যাপক ক্ষতি হবে বলে জানান।

এনজে

শেয়ার