Top
সর্বশেষ
ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি: ফিলিস্তিনিদের বাধঁভাঙা উচ্ছ্বাস জনতা ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ: ঋণের নামে এননটেক্সকে দেয়া টাকা আত্মসাৎ ও পাচার ৭২১৫ জনকে সুপার নিউমারারি পদোন্নতি; চার ব্যাংকের এমডিকে কারণ দর্শানোর নোটিশ এইচএমপি ভাইরাসে আক্রান্ত সানজিদা মারা গেছেন রেস্তোরাঁ খাতে ভ্যাট ৫ শতাংশ বহালের সিদ্ধান্ত আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণের শীর্ষে ঢাকা ভারত ও পাকিস্তান থেকে ১ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩০ সারজিস আলমের নেতৃত্বে আজ কুড়িগ্রামে মার্চ ফর ফেলানী অবশেষে গাজায় যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত, রোববার থেকে কার্যকর

চাঁদপুরে বিশেষ কম্বিং অভিযানে ১৫ বেহুন্দি জাল জব্দ

১৬ জানুয়ারি, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ণ
চাঁদপুরে বিশেষ কম্বিং অভিযানে ১৫ বেহুন্দি জাল জব্দ
চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুর মেঘনা নদীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থপনা প্রকল্প (প্রথম সংশোধিত) এর আওতায় বিশেষ কম্বিং অভিযানে মৎস্য সম্পদ ধ্বংসকারী ১৫টি বেহুন্দি জাল জব্দ করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত মেঘনা নদীর সদর উপজেলার চিরাচর ও কাচিকাটা সংলগ্ন এলাকায় সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

তিনি বলেন, বিশেষ কম্বিং অভিযানের অংশ হিসেবে ১৫টি বেহুন্দি জাল জব্দ করা হয়। তবে অভিযানের টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। রাতেই চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে এসব জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে অংশগ্রহণ করেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, ইলিশ উন্নয়ন প্রকল্পের তত্ত্বাবধায়ক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, সহকারী মৎস্য কর্মকর্তা জনাব মো. মিজানুর রহমান কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের পেটি অফিসার মো. নাসির উদ্দীন, কোস্টগার্ড টহল দল সহ মৎস্য বিভাগের কর্মচারীরা।

এম জি

শেয়ার