Top
সর্বশেষ
সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বিশ্বব্যাংক সংস্কার কমিশনগুলোর কাজ শুরু অক্টোবরে, রিপোর্ট ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ ব্যাংকের পর্ষদের পরিচালক হলেন ফাহমিদা খাতুন রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত অশ্বিন-জাদেজার বীরত্বে চালকের আসনে ভার‍ত ঢাবিতে পিটিয়ে হত্যা: ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থী গ্রেপ্তার দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় ডিএসইতে ফের ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ অভাবনীয় সব সুবিধা নিয়ে ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

শেরপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ১৬৯ গৃহহীন পরিবার

২৬ এপ্রিল, ২০২২ ৫:১১ অপরাহ্ণ
শেরপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ১৬৯ গৃহহীন পরিবার
হাফিজুর রহমান লাভলু, শেরপুর :

শেরপুরে মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ১৬৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে পাকা ঘর হস্তান্তর করা হয়েছে। ২৬ এপ্রিল মঙ্গলবার সকালে জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি সদর উপজেলা পরিষদের হলরুমে উপজেলার ৫০ জন উপকারভোগীর মাঝে ঘরের চাবি, জমির দলিল ও কবুলিয়ত হস্তান্তর করেন।

এসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো দেশরত্ন শেখ হাসিনাও অসহায়-হতদরিদ্র মানুষের দুঃখ-কষ্ট বুঝেন। এজন্যই সরকার মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ নেয়। তারই আওতায় আজ শেরপুরসহ সারাদেশে প্রায় ৩৩ হাজার মানুষ পুনর্বাসিত হচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে একসাথে এতো মানুষকে পুনর্বাসনের নজির পৃথিবীর ইতিহাসে নেই।

জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের সভাপতিত্বে ঘর হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোহিত কুমার দে, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ছামিউল হক, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, চরমোচারিয়া ইউপি চেয়ারম্যান এসএম সাব্বির আহমেদ খোকন, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, উপকারভোগী বিলকিছ বেগম ও আব্দুল জলিল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস।

এদিন সকালে একইভাবে নকলা উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ৩০টি ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন স্থানীয় সংসদ সদস্য, কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী এমপি। এছাড়া একইভাবে নালিতাবাড়ীতে ৫০টি, শ্রীবরদীতে ২৫টি ও ঝিনাইগাতীতে ১৪টি ঘর হস্তান্তর করা হয়। জেলা প্রশাসনের তথ্যমতে, মুজিববর্ষ উপলক্ষে জেলায় মোট ১ হাজার ১১৮ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর পাচ্ছে। এর মধ্যে প্রথম পর্যায়ে ২৯১টি পরিবার ও দ্বিতীয় পর্যায়ে ১৬৭টি পরিবারকে ঘর দেওয়া হয়েছে। এবার তৃতীয় পর্যায়ে ৩৩৯টি ঘরের মধ্যে প্রথম ধাপে পেল ১৬৯টি ঘর। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হচ্ছে ২ লাখ ৪০ হাজার টাকা। সব মিলিয়ে জেলায় ওইসব ঘর নির্মাণে ব্যয় হচ্ছে ৪ কোটি ৫ লাখ ৬০ হাজার টাকা।

শেয়ার