Top

সরকারি খাল দখল করে বিএনপি নেতার ভবন নির্মাণ, বন্ধ করল প্রশাসন

২৬ এপ্রিল, ২০২২ ৫:৪৮ অপরাহ্ণ
সরকারি খাল দখল করে বিএনপি নেতার ভবন নির্মাণ, বন্ধ করল প্রশাসন
বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের শরণখোলা উপজেলায় উপজেলার বাংলাবাজারে সরকারি খাল দখল করে ভবন নির্মাণের কাজ শুরু করেছিলেন বিএনপি নেতা মো. খলিলুর রহমান।

খবর পেয়ে গতকাল সোমবার সন্ধ্যায় ঘটনাস্থলে হাজির হন উপজেলা নির্বাহী অফিসার মো. নুর ই আলম ছিদ্দিকী। তিনি খাল রক্ষায় ওই ভবনের কাজ বন্ধ করে দেন।

ইউএনও জানান, বাংলাবাজার সংলগ্ন সরকারি খালটি প্রায় অর্ধেক ভরাট করে ভবনের কাজ শুরু করেন উপজেলার দক্ষিন রাজাপুর গ্রামের আ. আজিজ ফকিরের ছেলে বিএনপি নেতা মো. খলিলুর রহমান। তিনি সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. ছরোয়ার তালুকদারের মাধ্যমে কাজ না করার নির্দেশ দেন। কিন্তু তিনি ওই নির্দেশ না মেনে ভবন নির্মাণের কাজ করতে থাকেন। এখবর জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিই। পরবর্তীতে আবার কাজ শুরু করলে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানান ইউএনও।

বাংলাবাজারের ব্যবসায়ী ফরিদ হাওলাদার জানান, বিএনপি নেতা খলিলুর রহমান এলাকাবাসীর কথা না শুনে খাল ভরাট করে ভবন নির্মাণ করছিল। অথচ এ খালটির উপর রায়েন্দা ইউনিয়নের ৭/৮টি গ্রামের মানুষ নির্ভরশীল। তাই এলাকার স্বার্থে আমরা উপজেলা প্রশাসনকে জানালে ইএনও ঘটনাস্থলে এসে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন।

শেয়ার