Top

 শিক্ষক নিয়োগ পরীক্ষা: মাগুরায় ছাত্রলীগ নেতা রিমাণ্ডে

২৭ এপ্রিল, ২০২২ ২:৫৮ অপরাহ্ণ
 শিক্ষক নিয়োগ পরীক্ষা: মাগুরায় ছাত্রলীগ নেতা  রিমাণ্ডে
মাগুরা প্রতিনিধি :

মাগুরায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ছাত্রলীগ নেতাসহ তিনজনের দুই দিনের রিমান্ড মন্জুর করেছেন বিজ্ঞজন  আদালত। 

মঙ্গলবার (২৬ এপ্রিল) মামলার আইওএসআই নিসার উদ্দিন আটআসামির জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করেন। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমনা পাল তিনজনের দুই দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

রিমাণ্ডপ্রাপ্তরা  হলেন, ছাত্রলীগ নেতা ফাহিম ফয়সাল রাব্বি, তারানা আফরোজ ও ইফতেখার ইসলাম টিটো। এ ছাড়া ইসমত আরা ঝর্না ও শাহানা বেগমকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

এর আগে গত ২২ এপ্রিল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস বহন করা এবং সরবরাহের অভিযোগে ছাত্রলীগ নেতা ফাহিম ফয়সাল রাব্বিসহ ছয়জনকে আটক করে পুলিশ।

২৩এপ্রিল ওই ছাত্রলীগ নেতাসহ ছয়জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন মাগুরা এজি অ্যাকাডেমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তাদুররহমান ফাহিম ফয়সাল রাব্বি মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন।

এঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে আটক হলে প্রথমে জেলা ছাত্রলীগ ও পরে কেন্দ্রীয় ছাত্রলীগ তাকে উক্ত পদ হতে বহিষ্কার করে।

শেয়ার