Top

সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে মৃত্যু ১

২৭ এপ্রিল, ২০২২ ৩:০২ অপরাহ্ণ
সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে মৃত্যু ১
সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়নের বংশিপুর গ্রামে পটকা মাছ খেয়ে বিষক্রিয়ায় একজনের মৃত্যু হয়েছে। ওই পরিবারের আরও চার সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে ওই পরিবার প্রধান মতিউর রহমানকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে তিনি মারা যান। পরিবারের অপর চারজন বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মতিউর রহমান (৫২) শ্যামনগর উপজেলার বংশিপুর গ্রামের মৃত আনসার আলীর পুত্র। অসুস্থরা মতিউর রহমানের স্ত্রী মমতাজ বেগম (৪৫), ছেলে সাগর হোসেন (২৫), সাগরের স্ত্রী সিলমি বেগম (২২) ও তাদের ছেলে মাহির হোসেন (৪)।
মতিউর রহমানের মামাতো ভাই আব্দুল হান্নান জানান, দুপুরে সপরিবারে পটকা মাছ দিয়ে ভাত খেয়েছিলেন মতিউর রহমান ও তার পরিবারের সদস্যরা। খাবার খাওয়ার পরপরই তারা বিষক্রিয়ায় আক্রান্ত হন। পরে তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. বিপ্লব কান্তি দে বলেন, ‌বিকেলে তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় অসুস্থ ব্যক্তিদের। অবস্থার অবনতি হলে মতিউর রহমানকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে তিনি মারা যান। পরিবারের বাকি চারজন সদস্যও আশঙ্কামুক্ত নন। তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, রোগীদের পুরো শরীর ঝিমঝিম করাসহ খিঁচুনি ও বমি হচ্ছিল।
ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম শোকর আলী জানিয়েছেন, পটকা মাছ খেয়ে মতিউর রহমানের মৃত্যু হয়েছে। তার পরিবারের আরও পাঁচ সদস্য গুরুতর অসুস্থ বলে শুনেছি।
শেয়ার