Top

কেশবপুরে ৫ সঞ্চয়কারী নারীর চেক বিতরণ

২৭ এপ্রিল, ২০২২ ৮:১৪ অপরাহ্ণ
কেশবপুরে ৫ সঞ্চয়কারী নারীর চেক বিতরণ
কেশবপুর (যশোর) প্রতিনিধি :

কেশবপুরে সমাধান সমৃদ্ধি কর্মসূচির পাঁজিয়া শাখার ৫ নারী সঞ্চয়কারীকে মেয়াদ পূর্তির চেক দেওয়া হয়েছে। বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ৬২ হাজার ৪০০ টাকার চেক তুলে দেওয়া হয়। সঞ্চয়কারীরা হলেন- উপজেলার মনোহরনগর-বাগডাঙ্গা গ্রামের সুমিত্রা হালদার, মিনাক্ষী হালদার, সুমিত্রা রায়, সুচিত্রা রায় ও সাগরদত্তকাটি গ্রামের ভানুমতি রায়।

এ সময় উপস্থিত ছিলেন, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী আশরাফুজ্জামান, ডা. রায়হান আহম্মেদ শুভ, ইডিও বিল­াল হোসেন, শিক্ষা সুপারভাইজার সিদ্দিকুর রহমান।

সুমিত্রা হালদার বলেন, সমাধানের বিশেষ সঞ্চয়কারী হিসেবে মাসে মাসে টাকা রেখে
এককালীন পাওয়া বেশি টাকা দিয়ে ছাগল পালন করবেন।

শেয়ার