Top

ফরিদপুরে মাসব্যাপী জেলা পুলিশের সেহেরী বিতরণ চলছে

২৮ এপ্রিল, ২০২২ ২:৫৬ অপরাহ্ণ
ফরিদপুরে মাসব্যাপী জেলা পুলিশের সেহেরী বিতরণ চলছে
ফরিদপুর প্রতিনিধি :

জেলায় পবিত্র মাহে রমযানে জেলার হাসপাতাল, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় দরিদ্র মুসলিমদের মাঝে সেহেরী বিতরণ কার্যক্রম পরিচালনা করছে ফরিদপুর জেলা পুলিশ। ১ রমযান থেকে এই কার্যক্রম শুরু হয়, চলবে শেষ রমযান পর্যন্ত। গত বছরও একই ভাবে সেহেরী ও ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে জেলা পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত বছর পবিত্র রমযানে মহামারী করোনার প্রাদুর্ভাব ছিল। তখন, বিভিন্ন কাজে জেলায় আসা মানুষ, হাসপাতালে রুগীর স্বজন ও শ্রমজীবি মানুষ খাবার নিয়ে সংকটে পরে। বিশেষ করে যারা রোযা রাখবেন, সেহেরী খাবেন তারা পরে বেশী বিপদে। সেই দিকটা চিন্তা করে পুলিশ সুপার মো. আলীমুজ্জামান এর নির্দেশনায় হাসপাতালে থাকা রুগীর স্বজন, ছিন্নমূল, শ্রমজীবি ও আটকে পরা অন্য জেলা থেকে আগতদের জন্য সেহেরী ও ইফতার এর আয়োজন করা হয়। এরই ধারবাহিকতায় এবছরও একই কার্যক্রম পরিচালনা করছে জেলা পুলিশ।

ফরিদপুর পুলিশ লাইন্সের আর ওয়ান আনোয়ার হোসেন জানান, পুলিশ সুপার মো. আলীমুজ্জামান স্যারের নিদের্শনায় ও পুলিশ সদস্যদের ব্যাক্তিগত তহবিল থেকে এই সেহেরী বিতরণ করা হচ্ছে। এবছর আমরা শুধু মাত্র সরকারী হাসপাতালে চিকিৎসা নিতে আসা দরিদ্র ও অসহায় রুগীর স্বজনদের জন্য সেহেরীর ব্যবস্থা করেছি। পুলিশ লাইন্স থেকে খাবার তৈরী করে প্রতিদিন শেষ রাতে পুলিশ সদস্যরা খাবার নিয়ে হাসপাতালে পৌছে যায়।

এই কর্মকর্তা জানান, অনেক দরিদ্র রুগী না খেয়ে বা হাসপাতাল থেকে দেয়া ১ জনের খাবার ২ জনে খেয়ে রোজা রাখেন,তাদের অনেকেই হোটেল বা রেস্টুরেন্ট থেকে কিনো খাওয়ার সামর্থ নেই। তাদের কাছে গিয়ে আমার
খাবারটা দিয়ে আসছি।

এই কর্মকর্তা আরো জানান, শুধু মাত্র সেহেরী বিতরণ নয়, প্রতিদিনই nগড়ে অন্তত ৫ জনকে খাদ্য সহায়তা দিচ্ছে জেলা পুলিশ, যা করোনাকালীন
সময় থেকে নিয়মিত এখন পর্যন্ত নিয়মিত চলে আসছে। এই বিষয়ে পুলিশ সুপারের বক্তব্য জানতে তার কার্যালয়ে গেলে দেখা যায় বেশ কয়েকজন নারী তার কক্ষে। সবাই কোন না কোন সমস্যা নিয়ে এসেছেন পুলিশ সুপারের কাছে। তার মধ্যে মধ্যবয়ষী শহরের টেপাখোলা এলাকার
বাসিন্দা সাহিদা(ছদ্মনাম) ৬ মাসের শিশু সন্তান কোলে দাড়িয়ে আছেন।

পুলিশ সুপার জানতে চাইলেন কি সমস্যা আপনার ? ওই নারী জানালেন, তার স্বামী মিস্ত্রি কাজ করতো, বছর খানেক আগে বৈদ্যুতিক শকে তার মৃত্যু হয়। সিজার হওয়ার কারনে তিনিও আপাতত কোন কাজ করতে পারছেন না, কয়েকদিন যাবত বাচ্চাকে খাওয়াতে পারছেন না দুধ কেনার টাকার অভাবে। বাচ্চার দুধ কিনার কিছু টাকা চাইলেন পুলিশ সুপারের কাছে। বাচ্চা ও ওই নারীকে দেখে পুলিশ সুপারসহ কক্ষে উপস্থিত সকলেই চুপ হয়ে গেলেন কিছু সময়ের জন্য। পরে এসপি একজন উপ পরিদর্শককে ডেকে বললেন, এই নারীর কথা সত্য হলে তার বাচ্চার এক মাসের দুধ কিনে দিতে। পরবর্তীতে জানা যায় ওই নারীর কথা সঠিক ছিল। পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক ওই শিশুর জন্য ১ মাসের দুধ কিনে দেয়া হয়েছে।
পুলিশ সুপার মো. আলীমুজ্জামান বলেন, আমরা সাধারণ মানুষের সাথে মিশতে চাই, তাদের পাশে থাকতে চাই, তাদের জন্যই তো আমাদের সকল কর্তব্য। আমাদের চাকরীটাও এখন আর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনের মধ্যে সীমাবদ্ধ নেই, সাধারণ মানুষের পাশে দাড়ানোটাও আমাদের কর্তব্য বলে আমি বিশ্বাস করি। সেই বিশ্বাস থেকে নিজের এবং জেলা পুলিশের সদস্যদের দেয়া অর্থে সাধ্যমত চেষ্টা করি।

উল্লেখ্য, দুই বছর আগে সাবেক স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের দূর্গে হানা দিয়ে চালানো এক সন্ত্রাস ও দুর্নীতি
বিরোধী অভিযানের নেতৃত্ব দিয়ে ফরিদপুরের রাজনীতিবিদ, সুশীল সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেন পুলিশ
সুপার মো. আলীমুজ্জামান।

শেয়ার