Top

ঈদে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ৪ দিন, খোলা থাকবে ইমিগ্রেশন

২৮ এপ্রিল, ২০২২ ৬:৫৪ অপরাহ্ণ
ঈদে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ৪ দিন, খোলা থাকবে ইমিগ্রেশন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ৪ দিন সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপ এক বিজ্ঞপ্তিতে এসব তথ নিশ্চিত করে। আমদানি-রপ্তানি ৪ দিন বন্ধ থাকলেও রাজস্ব কার্যক্রম শুধুমাত্র ইদের দিন বন্ধ থাকবে। তবে ইদে সোনামসজিদ ইমিগ্রেশন বিভাগ চালু থাকবে।

সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আতাউর রহমান রাজু জানান, ভারতীয় মহদিপুর এক্সপোর্টাস এসোসিয়েশন ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম ৪ দিন বন্ধ রাখার সীধান্ত নেয়া হয়েছে। আগামী রবিবার (০১ মে) হতে বুধবার (০৪ মে) পর্যন্ত চারদিন সোনামসজিদ স্থলবন্দরের সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগামী বৃহস্পতিবার (০৫ মে) হতে যথারীতি বন্দরের সকল আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।

সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, আমদানি-রপ্তানিকারক গ্রুপ থেকে আমাদেরকে ৪ দিনের ছুটির বিষয়টি জানিয়ে পত্র দিয়েছেন। তবে কাস্টমস কর্তৃপক্ষ যে ছুটি দিবে, সে অনুযায়ী আমরা পানামা পোর্টে ইদের ছুটি পালন করব।

সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন ইনচার্জ পুলিশ উপ-পরিদর্শক (এসআই) জাফর ইকবাল মুঠোফোনে জানান, ভারতীয় ইমিগ্রেশন বন্ধ থাকলেও বর্তমানে সোনামসজিদ ইমিগ্রেশন চালু রয়েছে। অর্থাৎ ভারত থেকে যেকোন যাত্রী সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারবে৷ কিন্তু ভারতে যেতে পারবে না। বরাবরের মতোই ইদেও ইমিগ্রেশন চালু থাকবে৷

সোনামসজিদ স্থলবন্দর শুল্ক কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা প্রশান্ত কুমার বলেন, আমদানি-রপ্তানিকারক গ্রুপ ৪ দিন পন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সীধান্ত নিয়েছে। তবে সরকারি সীধান্ত অনুযায়ী, কাস্টমসের কার্যক্রম শুধুমাত্র ঈদের বন্ধ থাকবে। আমদানি-রপ্তানি হোক বা না হোক, বাকি সময় নিয়মিত অফিস চালু থাকবে।

শেয়ার