Top

চাঁপাইনবাবগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাখালসহ ৬ গরুর মৃত্যু

১৪ মে, ২০২৪ ৯:০০ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাখালসহ ৬ গরুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাখালসহ ৬ গরুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ মে) রাত ১ টার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নস্থ নিচুধুমি বিশ্বাসপাড়ায় পাচু মেম্বার’র মিল-চাতালের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত মো. এরফান (৫৫) উপজেলার পাঁকা ইউনিয়নের লক্ষ্মীপুর আটরশিয়া গ্রামের মৃত বজলুর রশিদের ছেলে। দুর্ঘটনায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। নিহতের লাশ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

স্থানীয়রা জানায়, চট্রো-মেট্রো-শ ১১-৪৬-০৭ নম্বরের পাথরভর্তি একটি ট্রাক বেপরোয়া গতিতে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাওয়ার সময় শিবগঞ্জ থানার নয়ালাভাঙ্গা ইউনিয়নস্থ নিচুধুমি বিশ্বাসপাড়া এলাকায় মহাসড়কে রাখাল এরফানের গরুর পালকে অতিক্রম করার সময় গরুর পালকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে রাখাল মো. এরফান ঘটনাস্থলে ট্রাকের নিচে চাপা পড়ে মারা যায় এবং গরুর পালে থাকা গরু বাছুর মিলে সর্বমোট ৬টি গরু মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন।

এআরএস

শেয়ার