সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এডিএন টেলিকম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৮৫৪ বারে ৩০ লাখ ২৮ হাজার ১৪৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৭ কোটি ৪২ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ০৭ শতাংশ কমেছে। ফান্ডটি ১ হাজার ১২০ বারে ১৭ লাখ ১৬ হাজার ৩৩ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৬২লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা সোনালী আঁশের দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৩৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৬৫২ বারে ৭৬ হাজার ৩০১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- প্রভাতী ইন্স্যুরেন্সের ৬.৩৮ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৫.৯৫ শতাংশ, রূপালী ইন্স্যুরেন্সের ৪.৮৫ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ৪.৭৬ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৪.৬১ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৪.৩৭ শতাংশ এবং ফনিক্স ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪.১৯ শতাংশ শেয়ার দর কমেছে।