Top

বগুড়ায় ভিড় বেড়েছে আতর টুপির দোকানে

৩০ এপ্রিল, ২০২২ ৬:১৩ অপরাহ্ণ
বগুড়ায় ভিড় বেড়েছে আতর টুপির দোকানে

ঈদ নামাজের অন্যতম অনুষঙ্গ আতর ও টুপি। ঈদ উপলক্ষে বগুড়ায় বেড়েছে গন্ধবণিকদের ব্যবসা। ঈদ প্রস্তুতির শেষ পর্যায়ে দেশি-বিদেশি আতর-টুপি কেনায় ব্যস্ত সবাই। টুপি, আতর আর পারফিউমের দোকানগুলোতে তাই উপচেপড়া ভিড়। ব্যবসায়ীরা বলছেন, জমজমাট এ বেচাকেনা চলবে চাঁনরাত পর্যন্ত। করোনার কারণে দুই বছর তেমন ব্যবসা করতে না পারলেও এবার সংকট কেটে ঘুরে দাঁড়াতে পারবেন বলে মনে করছেন তারা।

শহরের নিউ মার্কেটের বড় মসজিদ সংলগ্ন আতর, টুপি ও জায়নামাজ বিক্রির বাজার ঘুরে দেখা যায়, ভারত, মালয়েশিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও চীন থেকে আমদানি বিভিন্ন পণ্য। পাশাপাশি এখন দেশের উৎপাদিত সামগ্রীও পাওয়া যাচ্ছে। ক্রেতাদের চাহিদা, রুচি ও পছন্দের বিষয় গুরুত্ব দিয়ে রাখা হচ্ছে আতর, সুরমা, তসবি, জায়নামাজ, টুপির মতো জিনিসগুলো।

এই বাজারের আজওয়াদ নামে এক ব্যবসায়ী আতরের পসরা সাজিয়ে ক্রেতা আকৃষ্ট করার চেষ্টা করছিলেন। তিনি জানালেন, কয়েক দেশের আতর এখানে রয়েছে। এরমধ্যে আলিফ,বস, স্যানেল, খ্রিষ্টান ডিউর, গুচ্চি, টমি, পোলো ও এরাবিয়ান উদ অন্যতম। এছাড়া জান্নাতুল ফেরদৌসসহ আছে বেলি, রজনীগন্ধা, হাসনাহেনা, জুঁইসহ নানান ফুলের সুগন্ধিযুক্ত আতর। তবে আলিফ আতরের চাহিদাই সবেচেয়ে বেশি।

তিনি জানান, ক্রেতাদের মধ্যে দুবাই, ভারত, সৌদি আরব ও ফ্রান্সের বিভিন্ন ব্র্যান্ডের আতরের কদর বেশি। এমন হরেক পদের একেকটি আতরের শিশির দাম সর্বনিম্ন ১০০ থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত।

এই দোকানে আতর কিনতে আসা এনামুল হক বলেন, প্রতি ঈদে এখানে আব্বুর সঙ্গে আতর কিনতে আসি। এবার একাই এসেছি। এখানে ভালোমানের আতর পাওয়া যায়। আর দামও নাগালের মধ্যে।

এখানকার দোকানগুলোতে দুবাই, তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের জায়নামাজ ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। দেশি জায়নামাজ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩৩০ টাকায়। আর বিভিন্ন তসবি ৩০ থেকে ২৫০ টাকায় মিলছে। তবে বগুড়ায় এবার তুর্কি জায়নামাজ বেশি বিক্রি হচ্ছে বলে ব্যবসায়ীরা জানান।

জায়নামাজ আর সুরমা পছন্দ করছিলেন নামুজা এলাকার বাসিন্দা আব্দুল্লাহ আহসান। তিনি বলেন, বাসার সবার জন্য কেনাকাটা শেষ। কেবল নিজের জন্য সুরমা ও জায়নামাজ কিনতে এসেছি।

ঈদের নামাজে পাঞ্জাবির সঙ্গে বাহারি সব টুপি পরতে পছন্দ করেন শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষ। এ কারণে টুপির কদর এ সময় বেড়ে যায় দ্বিগুণ। বড় জামে মসজিদ সংলগ্ন মার্কেটে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে হরেক রকমের টুপি।

বিক্রেতারা জানান, হাজি টুপি ২৫০-৩০০, শাহী টুপি ২০০-৫০০, পাম টুপি ৩০০-৪০০, ওমান টুপি ১৫০-১৮০, গোল টুপি ৫০-৩৫০, সোনালি টুপি ৮০০-এক হাজার ২০০, পুঁতির কারুকাজ করা টুপি ১৫০-৩০০, চুমকি বসানো বাচ্চাদের টুপি ৮০-১৫০, জালি টুপি ৫০-১২০, হাতে সেলাই করা দেশি শাহী টুপি ১৫০-২৫০ এবং সাদা কাপড়ে মেশিনে সেলাই শাহী টুপি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়।

তবে, দর কষাকষি করলে এর কমও পাওয়া যাচ্ছে। তবে সাধারণ টুপি ১০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

বগুড়া ক্যাপ হাউসের সাইদুল ইসলাম টিটু জানান, বিদেশির চেয়ে ক্রেতার কাছে দেশি টুপির চাহিদা বেশি। তবে কাজ ও মান ভেদে টুপির দাম বিভিন্ন রকম। তবে গত বছরের চেয়ে এবার বিক্রি বেশ ভাল।

 

শেয়ার