Top

সূচকের পতনে দেড় ঘণ্টায় লেনদেন ৯৮০ কোটি টাকার

১৩ জানুয়ারি, ২০২১ ১১:৩৯ পূর্বাহ্ণ
সূচকের পতনে দেড় ঘণ্টায় লেনদেন ৯৮০ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপামি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা সাড়ে ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৮০৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩১০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৬৭ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৫ টির, দর কমেছে ১৭৪ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৯টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৯৮০কোটি ৮৫ লাখ ৬৬ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ১২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ১৭৪ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১৬৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৯ টির, দর কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৬৪ কোটি ৩ লাখ ৫৯ হাজার টাকা।

শেয়ার