নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সভাপতি, বীরমুক্তিযোদ্ধা এড. শাহ জিকরুল আহমেদ গতকাল শনিবার ( ৭মে) রাত ১০-২০ গোপালগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি আগামী ২৫ মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সাধারণ আসনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
তিনি এই নির্বাচনের প্রচারাভিযানের অংশ হিসাবে গতকাল দুপুর ১টায় রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন মিলনায়তন, বিকাল ৪টায় ফরিদপুর জেলা বার এসোসিয়েশন, বিকাল ৫-৩০টায় মাদারীপুর জেলা বার এসোসিয়েশন মিলনায়তন এবং রাত ৯টায় গোপালগঞ্জ জেলা বার এসোসিয়েশন মিলনায়তনে প্রচার সভায় অংশগ্রহন করেন এবং ভাষণ দেন। গোপালগঞ্জে ভাষন শেষে গতকাল রাত ৯-৩৫টায় আকস্মিকভাবে হার্ট এটাকে আক্রান্ত হন।
তাকে দ্রুত গোপালগন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সিসিইউতে ভর্তি নিয়ে চিকিৎসকগণ প্রয়োজনীয় সকল জরুরি চিকিৎসা প্রদান করে তাকে বাঁচিয়ে রাখান আপ্রাণ চেষ্টা চালান। চিকিৎসাগণের সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে রাত ১০-২০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন-গুণগ্রাহী রেখে গিয়েছেন। এই প্রচারাভিযানে তার সফরসঙ্গী হিসাবে জাসদের কেন্দ্রীয় কমিটির দফতর সাজ্জাদ হোসেন।
দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন এড. শাহ জিকরুল আহমেদে মরদের নিয়ে রাত ১২টায় গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তার মরদেহ বারডেম হাসাপাতালের মরচুয়ারিতে রাখা হবে। অদ্য ৮ মে রোজ রবিবার মরহুমের নির্বাচনী এলাকা ও জন্মস্থান নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রথম জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে মরহুমের ঢাকায় নিয়ে যাওয়া হয়। জানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যবসায়ী বৃন্দ ও সর্বস্তরের জনগণের ভালোবাসায় সিক্ত হন সাবেক এমপি জনাব অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ খোকন।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক শোকবার্তায় দলের নেতা এড. শাহ জিকরুল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবার-স্বজন-দলের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। তারা প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে দুঃসাহসী ভুমিকা পালনসহ দেশ-জাতি-জনগণের জন্য তার অবদান ও ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে জাসদ একজন অভিজ্ঞ ও প্রাজ্ঞ নেতা হারালো।
তাছাড়াও শোক বার্তা পাঠিয়েছেন নবীনগরের বর্তমান সংসদ সদস্য জনাব এবাদুল করিম বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য জনাব আব্দুর রহমান বাদল নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এম এ হালিম।