Top
সর্বশেষ
সংস্কার কমিশনগুলোর কাজ শুরু অক্টোবরে, রিপোর্ট ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ ব্যাংকের পর্ষদের পরিচালক হলেন ফাহমিদা খাতুন রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত অশ্বিন-জাদেজার বীরত্বে চালকের আসনে ভার‍ত ঢাবিতে পিটিয়ে হত্যা: ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থী গ্রেপ্তার দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় ডিএসইতে ফের ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ অভাবনীয় সব সুবিধা নিয়ে ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক চেন্নাই টেস্ট: হাসানের তোপে ৩ উইকেট হারিয়ে কাঁপছে ভারত

শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-১

০৮ মে, ২০২২ ৩:০৬ অপরাহ্ণ
শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-১
হাফিজুর রহমান লাভলু, শেরপুর :

শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ফাহিম (১৬) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত ও সজিব(১৫) নামে আরেক ছাত্র আহত হয়েছেন। নিহত ফাহিম শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর গ্রামের ফরুক মিয়ার ছেলে ও সদর উপজেলার তাতালপুর দারুস সুন্নত ইন্টারন্যাশনাল মাদ্রাসার কোরআনে হাফেজ শাখার শিক্ষার্থী ছিলেন।

রবিবার (৮ মে) সকালে সদর উপজেলার তাতালপুর বাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় আহত সজিবকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে ফাহিম তাঁর সহপাঠী সজিবকে নিয়ে মোটরসাইকেল যোগে তাতালপুর দারুস সুন্নত ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্দেশে আসছিলেন।তারা তাতালপুর বাজার এলাকায় এলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশ্ববর্তী একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল চালক ফাহিম ঘটনাস্থলেই মারা যান। আর সজিব গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন সজিবকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করান।

সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. রুবেল মিয়া বলেন, এ ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। নিহতের লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তরের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

 

শেয়ার