ঈদের ছুটিতে ঘরে ফেরা ঢাকামুখী যাত্রীদের চাপ ব্যাপক বেড়েছে। বাংলাবাজার-শিমুলিয়া নৌরুট হয়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রীরা কাজে যোগদানের জন্য ঢাকায় ফিরতে শুরু করেছে। ফেরিগুলোতে কানায় কানায় পূর্ণ মোটরসাইকেল ও যাত্রীরা পারাপার হচ্ছে।
বাংলাবাজার ফেরীঘাটে লঞ্চ ও স্পীডবোর্ট ছিলো উপচেপড়া ভীড়৷ প্রতিটি ফেরিই শুধু মাত্র যাত্রী ও মোটরসাইকেল নিয়ে পারাপার হচ্ছে। রবিবার সকাল থেকে নৌরুটটিতে যাত্রীদের চাপ ব্যাপক বেড়েছে। ঘাট এলাকায় ৫ কিলোমিটার জুড়ে তীব্র যানজট দেখা গেছে। ঘাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
জানা যায়, বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ঈদে যাত্রীচাপ মোকাবিলায় থাকছে ৮৭ টি লঞ্চ ও শতাধিক স্পিডবোট। এছাড়াও ঈদের সময় মোট ১০টি ফেরি নৌরুটে যানবাহন পারাপার করে বলেও ফেরিঘাট সূত্রে জানিয়েছে। পরিস্থিতি সামাল দিতে রাতেও ফেরি চলাচল করছে বলে বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে। ফেরির পাশাপাশি নৌরুটে বরাবরের মতো থাকছে ৮৭ টি লঞ্চ এবং শতাধিক স্পিডবোট।
বাংলা বাজার ঘাটে নৌ পুলিশের পরিদর্শক মোঃ জাহিদুর রহমান বলেন- আমরা স্পিডবোট নিয়ে পদ্মায় টহল অব্যাহত রেখেছি। যাত্রীর চাপ সামাল দিতে শিমুলিয়া পাড় থেকে খালি লঞ্চ, স্পীডবোর্ড দ্রুত বাংলা বাজার ঘাটে পৌঁছানোর ব্যবস্থা করছি। ঘাটেও আমরা দায়িত্ব পালন করছি। মানুষ যাতে স্বাচ্ছন্দে কর্মস্থলে পৌছাতে পারে সে ব্যাপারে সকল ধরনের সার্বিক সহযোগিতা করা হচ্ছে।