Top

নেতাকর্মীদের কৃষকদের ধান কেটে দেয়ার নির্দেশ দিল জেলা ছাত্রলীগ

০৯ মে, ২০২২ ৭:০১ অপরাহ্ণ
নেতাকর্মীদের কৃষকদের ধান কেটে দেয়ার নির্দেশ দিল জেলা ছাত্রলীগ
গোপালগঞ্জ প্রতিনিধি :

ঘূর্ণিঝড় আসানির প্রভাব ও শ্রমিক সংকটের কারনে হত দরিদ্র ও গরীব কৃষকদের জমির ধান কেটে দেয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ।

সোমবার (০৯ মে) জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা ও সাধারন সম্পাদক আতাউর রহমান পিয়াল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাগেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ, গোপালগঞ্জ জেলা শাখার এক জরুরী সিদ্ধান্ত মোতাবেগ জানানো যাচ্ছে যে, সারাদেশ জুড়ে কুষকের ধান কাটা মৌসুম চলছে। হঠাৎ করে ঘূর্ণিঝড় আসানির তান্ডবে এবং গভীর সাগরের সৃষ্ট লঘুচাপের দারুন অতিমাত্রায় বৃষ্টির কারনে অসহায় গরীব কৃষক তার উৎপাদিত ধান ঘরে তুলতে হিমশিম খাচ্ছে। আরো পরিলক্ষিত হচ্ছে যে, ধানকাট কৃষক সংকটের জন্য শ্রমিকেরা তাদের মজুরি অতিরিক্তমাত্রায় বাড়িয়ে দিয়েছে, যা কোন ভাবেই কাম্য নয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সারাদেশ তথা গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় কৃষক সংকট দেখা দিয়েছে। এমতাবস্থায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের আওতাধীন সকল সাংগঠনিক ইউনিট (উপজেলা, কলেজ, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড) সমূহকে স্ব স্ব এলাকায় কৃষকদের প্রয়োজনীয়তার নিরিখে স্বেচ্ছাসেবক হিসাবে পাশে থেকে ধানকাটাসহ স্বর্বাত্বক সহযোগীতা করার জন্য নির্দেশ প্রদান করা
হলো।

জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা বলেন, ছাত্রলীগ একটি মানবিক সংগঠন। অতীতের যেকোন দূয্যোগে সাধারন মানুষের পাশে থেকেছে ছাত্রলীগ। ঘূর্ণিঝড় আসানির প্রভাবের জমির ধান নষ্ট হতে পারে। এতে কৃষক ক্ষতিগ্রস্থ হবে। কৃষকদের কথা বিবেচনা করে তাদের ধান কেটে দেবার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। ভবিষ্যতেও ছাত্রলীগ সব সময় সাধারন মানুষের পাশে থাকবে।

 

শেয়ার