টাঙ্গাইলের পৌর শহরের আশেকপুরে নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকির কুপের কাজ করার সময় মাটি চাপা পড়ে দুইজন শ্রমিক নিহত হয়েছেন। আর এ ঘটনায় আহত হয়েছে তিনজন। মঙ্গলবার দুপুরে পৌর শহরের আশেকপুর ইন্দিরা পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত শ্রমিকরা হলেন- টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল পালপাড়া গ্রামের অনাথ পালের ছেলে নিধন পাল (৪৫) ও ঝুটু পালের ছেলে আনন্দ পাল (৫৫)। এ ঘটনায় আহতরা হলেন- একই গ্রামের মিলন পাল, নওসুনি পাল ও বিমল পাল।
স্থানীয়রা জানায়, সকালে বাসাইল উপজেলার কাশিল গ্রামের অলি, জিহাস ও নজরুল এই তিনজন মালিকের একটি নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকির জন্য মাটি খনন করছিলেন নিধন পাল ও আনন্দ পালসহ আরও তিনজন শ্রমিক। এদের মধ্যে তিনজন মাটির উপরে কাজ করছিলেন। বাকি দুইজন শ্রমিক ১২-১৩ ফুট নিচে কুপ খনন করছিলেন। তখন হটাৎ করেই কুপের চার পাশ থেকে মাটি চাপা পড়ে। এতে নিধন পাল ও আনন্দ পাল মাটি চাপা পড়ে। এ সময় স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মাটি চাপা পড়া দুইজনকে উদ্ধার করে।
এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, আশেকপুর ইন্দিরা পাড়া এলাকায় নির্মাধীন ভবনের পাইলিং এর কাজ করার সময় চার পাশ
থেকে মাটি চাপা পড়ে নিধন পাল ও আনন্দ পালের উপরে। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। ঘটনাস্থলে
এসে কুপের গভীরতা বেশি হওয়ার কারণে ভেকুর সাহায্যে মাটি সরিয়ে মৃত দুইজন শ্রমিককে উদ্ধার করি।