Top

বৃদ্ধার পরিচয় মিলেছে আশ্রয়দাতার কাছে হস্তান্তর

১৩ মে, ২০২২ ১:৫৭ অপরাহ্ণ
বৃদ্ধার পরিচয় মিলেছে আশ্রয়দাতার কাছে হস্তান্তর
গাইবান্ধা প্রতিনিধি: :

 কথিত কবর থেকে উঠে আসা ৯২ বছরের বৃদ্ধ বাছিরন বেওয়ার প্রকৃত পরিচয় মিলেছে। তার প্রকৃত নাম শেফালী সরদার। মানসিক ভারসাম্য হারিয়ে তিনি খুলনা জেলার দৌলতপুর থেকে পথ হাড়িয়ে গাইবান্ধায় আসেন। গাইবান্ধা সদর থানা পুলিশ আজ সকালে তাকে আশ্রিতা শেফালী বেগমের কাছে হস্তান্তর করেন ।
গাইবান্ধা তদন্তকারী অফিসার আব্দুর রহমান জানান,বৃদ্ধার খবর পেয়ে খুলনার দৌলতপুরের বাসিন্দা নব্য মুসলিম শেফালী বেগম আজ সকালে গাইবান্ধা থানায় আসেন । তিনি বলেন বৃদ্ধার নাম বাছিরন বেওয়া নয়। তার প্রকৃত নাম শেফালী সরদার । তিনি প্রতিবন্ধি বলে তার নামে একটি প্রতিবন্ধি কার্ডও প্রদর্শন করেন ।
বৃদ্ধাকে নিতে আসা নব্য মুসলিম সুফিয়া বেগম জানান,শেফালী সরদারের আত্বীয় স্বজন বলতে কেউ নেই। তার কোন ঘরবাড়িও নেই। তিনি তার বাড়িতে দীর্ঘদিন যাবৎ আশ্রিতা হিসাবে থাকতেন । প্রতিবন্ধি বলে তার নামে প্রতিবন্ধির কার্ডও দেয়া হয়েছে।
এই খবরের ভিত্তিতে গাইবান্ধা সদর থানার ওসি তদন্ত ওয়াহেদুল ইসলাম টেলিফোনে খুলনার দৌলতপুরে বৃদ্ধার আশ্রিতার গ্রামের চেয়ারম্যান মেম্বারদের কাছে সত্যতা যাচাই বাছাই করেন । পরিচয়ের সত্যতা মিলে গেলে আজ শুক্রবার সকাল ১০ টায় প্রতিবন্ধি বৃদ্ধা শেফালী সরদারকে সুফিয়া বেগমের কাছে হস্তান্তর করেন ।

শেয়ার