Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

শ্বাসরুদ্ধকর ম্যাচশেষে ফাইনালে বার্সা

১৪ জানুয়ারি, ২০২১ ৮:১৭ পূর্বাহ্ণ
শ্বাসরুদ্ধকর ম্যাচশেষে ফাইনালে বার্সা

পেনাল্টি শ্যুটআউটে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠল বার্সেলোনা। শ্বাসরুদ্ধকর সেমি-ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল।

কোর্দোবায় সুপার কাপের সেমিফাইনাল ম্যাচ। পূর্ণশক্তির একাদশ নিয়েও ম্যাচের প্রথম ২০ মিনিটে বার্সেলোনা খেলে ধীর লয়ে। বল দখলে কাতালানরা আধিপত্য বিস্তার করলেও ভালো কয়েকটি সুযোগ তৈরি করে সোসিয়েদাদ।

গত মৌসুমের কোপা দেল রের ফাইনালিস্ট সোসিয়েদাদ গোল খায় ৩৯ মিনিটে। গ্রিজম্যানের বাড়ানো বল হেডে গোলরক্ষককে পরাস্ত করেন ফ্রাঙ্কি ডি ইয়ং।

দ্বিতীয়ার্ধে পেনাল্টির সুবাদে সমতায় ফেরে সোসিয়েদাদ। দাঁতে দাঁত চেপে লড়াই করতে থাকে মাঠে। তাতে ম্যাচের নির্ধারিত সময়ে গোল হয়নি। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

এর আগে ৪১ দেখায় রিয়াল সোসিয়েদাদকে ২৮ বার হারানো বার্সা এদিন গোল পেলো না অতিরিক্ত সময়ে। খেলা গড়ায় টাইব্রেকারে। সেমির উত্তেজনা তখন তুঙ্গে। সেখানেই বার্সা গোলরক্ষক টের স্টেগেনের নৈপুণ্যে ম্যাচ জিতে নেয় বার্সা। ফাইনালের টিকিট কেটে আনন্দে আত্মহারা রোনাল্ড কোম্যান শিষ্যরা।

শেয়ার