Top

সুরমা নদীর ভাঙ্গনরোধে পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

১৪ মে, ২০২২ ৬:১০ অপরাহ্ণ
সুরমা নদীর ভাঙ্গনরোধে পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশ
সিলেট প্রতিনিধি :

সিলেট সিটি করপোরেশনের ৩৯নং ওয়ার্ডের (নতুন আওতাভূক্ত) টুকেরবাজার পীরপুর এলাকায় সুরমা নদীতে ভাঙন দেখা দিয়েছে। নদীর তীর ভেঙ্গে লোকালয়ে পানি প্রবেশ শুরু করে। খবর পেয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি ভাঙ্গনরোধে সিটি করপোরেশনকে তাৎক্ষনিক উদ্যোগ নেয়ার নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, শুক্রবার সকালে সুরমা নদীর তীর ভেঙ্গে টুকেরবাজার পীরপুর এলাকায় লোকালয়ে পানি প্রবেশ শুরু হয়। এতে হুমকিতে পড়ে ওই এলাকার বাড়িঘর ও ফসল। এর মধ্যে নদী তীরবর্তী কয়েকটি বাড়ি ভাঙনের হুমকিতে পড়ে। স্থানীয়দের কাছ থেকে জানতে পেরে পররাষ্ট্রমন্ত্রী সিলেট সিটি করপোরেশনকে ভাঙনরোধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের নির্দেশে দুপুরে সিটি করপোরেশনের কর্মকর্তারা ভাঙ্গনস্থলে উপস্থিত হন। তাৎক্ষনিক তারা বাঁশ পুঁতে ও বালুর বস্তা ফেলে ভাঙ্গনরোধ করেন।

এদিকে, শফিউল আলম চৌধুরী জুয়েল জানিয়েছেন, নদীর পানি ঢুকে ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য শুক্রবার বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর সাথে ফোনে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য তিনি ত্রাণ মন্ত্রীর সহায়তা চেয়েছেন।

শেয়ার