সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পৌর শহরে দ্বারিয়াপুর বাজারে অবৈধভাবে সয়াবিন তেল মজুদ রাখার দায়ে এক ব্যাবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেইসাথে উদ্ধার হওয়া তেল ন্যায্যমুল্যে জনসাধারনের কাছে বিক্রির নির্দেশ দিয়েছেন সহকারী কমিশনার (ভুৃমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রোববার (১৫ মে) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমানের নেতৃত্বে পৌর শহরের দ্বারিয়াপুর বাজারের কয়েকটি তেলের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় দত্ত স্টোরের মালিক বলরাম দত্তের গোডাউন থেকে ১ হাজার ৫৭৩ লিটার বোতল জাত ও ১১০ লিটার খোলা সয়াবিন তেল উদ্ধার করে ন্যায্য মূল্যে জনসাধারনের কাছে বিক্রির জন্য দোকান মালিকের মুচলেকা নেয়াসহ নগদ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অবৈধভাবে সয়াবিন তেল মজুদদারদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করায় সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমানকে ধন্যবাদ জানিয়েছেন জনসাধারণ।