Top

ধান-চাল সংগ্রহে অনিয়ম-দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা

১৬ মে, ২০২২ ৮:৫৬ অপরাহ্ণ
ধান-চাল সংগ্রহে অনিয়ম-দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা
সুনামগঞ্জ প্রতিনিধি :

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, তাহিরপুরে ধান-চাল সংগ্রহ চলছে। বোরো সংগ্রহ সফল করতে হবে। হাওরের ধান চালের বড় একটা অংশ সরকার সংগ্রহ করে থাকে। বোরো সংগ্রহ সফল করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন। ধান-চাল সংগ্রহে অনিয়ম-দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সোমবার দুপুরে আকস্মিক ভাবে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা খাদ্য গুদাম পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তিনি গুদামের ধান চালের কোয়ালিটি দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোয়ালিটি সম্পূর্ণ ধান- চাল সংগ্রহের কঠোর নির্দেশ দেন। কোন ভাবেই যেন গুদামে খারাপ কোয়ালিটির ধান চাল না ঢুকে সে দিকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. নাজমানারা খানুম, খাদ্য অধিদপ্তরের পরিচালক (সংগ্রহ) মো.রায়হানুল কবীর, পরিচালক (চলাচল সংরক্ষণ ও সাইলো) মো. জামাল হোসেন, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক সিলেট মো. মাইন উদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক নকিব সাদ মো. সাইফুল ইসলাম, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার মো: রায়হান কবীর, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিএম মুশফিকুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়, খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মফিজুর রহমান প্রমুখ।

পরিদর্শন শেষে দেশের দ্বিতীয় রামসার সাইট তাহিরপুরের টাক্সগুয়ার হাওরের প্রকৃতির অপরুপ সৌন্দর্য দেখতে পীড বোট যোগে হাওরের উদ্দেশ্যে রওয়ানা দেন।

 

শেয়ার