সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার শ্যামপুর গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক চলতি ইরি-বোরো মৌসুমে ফাতেমা জাতের ধান চাষ করে বিঘা প্রতি ৫০ মণ ধান ফলনের দাবী করেছেন।
কৃষক আব্দুর রাজ্জাক জানান, বগুড়া থেকে ফাতেমা জাতের ধানের বীজ সংগ্রহ করে গত মৌসুমে প্রথম ১০ শতক জমিতে চাষ করে ভালো ফলন হওয়ায় চলতি ইরি-বোরো মৌসুমে ৫০ শতক জমিতে চাষাবাদ করেছেন তিনি। ওই ৫০ শতাংশ জমির মধ্যে ৩৭ শতাংশ একটি জমির ধান কেটে পরিমাপ করে দেখেছেন ৫১ মন ধান হয়েছে।
নতুন ফাতেমা জাতের ধানের বাম্পার ফলনের খবর পেয়ে দেশের বিভিন্ন স্থান থেকে ধান বীজ বিক্রেতা পাইকাররা তার কাছ থেকে ধান সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। আব্দুর রাজ্জাকের জমিতে ফাতেমা জাতের ধানের ভালো ফলন দেখে স্থানীয় কৃষক সাদ্দাম হোসেন এই ধান বীজ সংগ্রহ করে আগামী বছর তিনিও চাষ করবেন বলে সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
এদিকে বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিটিউট সিরাজগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সাইন্টিফিক অফিসার (এসও) সাইদী রহমান বলেন, ফাতেমা জাতের ধান হলো হাইব্রিডের একটি সেগ্রিগেটেড লাইন। তবে এ জাতের ধান ধারাবাহিক ভালো ফলনের নিশ্চয়তা নেই বলে দাবী করেন তিনি। এটি বাংলাদেশের কৃষি বিজ্ঞানীগন গবেষনা করে কোন জাত হিসেবেও এখনো স্বীকৃতি দেননি।
সুতরাং অনুমোদনবিহীন কোন বীজ বাণিজ্যিকভাবে বিক্রি করা বীজ আইন-২০১৮ অনুযায়ী বিধি সম্মত নয়। তাছাড়া বিগত বছরগুলোতে এই ধান চাষ করে অনেকেই ক্ষতিগ্রস্থও হয়েছেন। এই জাত হাইব্রিড থেকে এসেছে, যা এখনও গবেষনাধীন রয়েছে। এতে কুশী কম ও উঁচু নিচু হয়, চিটা বেশী, ভাত সুস্বাদু নয় এবং ভাত রেখে দিলে নরম হয়ে যায়। এর চেয়ে উচ্চ ফলনশীল ব্রি ধান ৬৭,৭৪, ৮৮, ৮৯, ৯২, ৯৬ এসব জাত চাষ করা অনেক ভাল। এগুলো বোরো মৌসুমের উচ্চ ফলনশীল ও পরীক্ষিত জাত বলে জানান সাইদী রহমান।
অপরদিকে সিরাজগঞ্জে এবার মৌসূমী ইরি বোরো চাষাবাদে বাম্পার ফলন হয়েছে। এ বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটলেও বৈরী আবহাওয়ায় এ ধান কাটা ও মাড়াই কাজে দ্বিগুণ খরচ হচ্ছে। এ নতুন ধান হাট-বাজারে বিক্রি করেও এখন কামলার খরচ না ওঠায় কৃষকের হাসি ও বাম্পার ফলন এখন ভেস্তে যেতে বসেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলায় ১ লাখ ৪১ হাজার ৫০ হেক্টর জমিতে ইরি-বোরো চাষাবাদ করা হয়েছে। এ ধান চাষাবাদের উৎপদান লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৩৫ হাজার ৩৪৭ মেঃ টন। এ চাষাবাদ সবচেয়ে বেশি হয়েছে জেলার শষ্য ভান্ডার খ্যাত তাড়াশ, রায়গঞ্জ, উল্লাপাড়া শাহজাদপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে।
এ রোপনকৃত ধানের সমারোহ ও ফলন দেখে কৃষকের মুখে হাসি ফুটেছিল। চলতি মাসের প্রথম দিক থেকে এ ধান কাটা পুরোদমে শুরু করে কৃষকেরা। কিন্তু কয়েকদিন ধরে বৈরী আবহাওয়া ও দফায় দফায় বৃষ্টির কারণে নিম্নাঞ্চলের জমির ধান ইতিমধ্যেই পানিতে তলিয়ে গেছে এবং অনেক জমির ধান গাছ নেতিয়ে পড়েছে। এ বৈরী আবহাওয়ার মধ্যেও কৃষকেরা ৩’শ টাকার দিনমজুর/কামলা এখন ৮/৯’শ টাকা দিয়ে এ ধান কাটতে হচ্ছে। বেশি দামে কামলা দিয়ে এ ধান কাটা ও মাড়াই কাজে বিপাকে পড়ছে কৃষকেরা। অধিকাংশ কৃষক এখনও এ ধান ঘরে তুলতে পারেনি। ঝড়-হাওয়া ও বৃষ্টিপাতের কারণে অনেক কৃষকের ধান নষ্ট হয়ে যাচ্ছে। বর্তমানে হাট-বাজারে এ ধান ৮’শ থেকে ৯’শ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। অনেকে বলছেন বৈরী আবহাওয়ার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা এসব তথ্য স্বীকার করে বলেন, বৈরী আবহাওয়া অব্যাহত থাকলে ইরি বোরো ধানের ক্ষতির সম্ভাবনা রয়েছে। তবে এখনও জেলায় কৃষকের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। কৃষকেরা এ আবহাওয়ার মধ্যেও ধান কটছে। এ বৈরী আবহাওয়া শীঘ্রই কেটে যাবে বলে তিনি উল্লেখ করেন।