Top

রাজশাহীতে ২য় ধাপে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে ৩৩টি কেন্দ্রে

১৯ মে, ২০২২ ১২:৪৫ অপরাহ্ণ
রাজশাহীতে ২য় ধাপে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে ৩৩টি কেন্দ্রে
মাহবুব হুসাইন,রাজশাহী :

রাজশাহীতে ৩৩টি কেন্দ্রে ২য় ধাপে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হতে যাচ্ছে। শুক্রবার (২০ মে) রাজশাহী মহানগরীর ৩৩টি কেন্দ্রে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রাজশাহীর সকল উপজেলার আবেদনকারী প্রার্থীরা ২য় ধাপের পরিক্ষায় অংশগ্রহণ করতে পারবে। রাজশাহী মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (২০ মে) সকাল এগারো’টা হতে বেলা বারো’টা পর্যন্ত রাজশাহী মহানগরীর ৩৩ টি কেন্দ্রে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কেন্দ্রগুলো হল: (১) টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), (২) রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট, (৩) রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ, (৪) শহীদ কর্ণেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুল (বিজিবি), (৫) রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজ, (৬) শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সরকারী ডিগ্রী কলেজ, (৭) মাদার বখশ্ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, (৮) অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়, (৯) রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ, (১০) শাহ্ মখদুম কলেজ, (১১) বরেন্দ্র কলেজ, (১২) বি.বি. হিন্দু একাডেমী, (১৩) শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়, (১৪) সরকারি পি, এন বালিকা উচ্চ বিদ্যালয়, (১৫) শহিদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়, (১৬) রাজশাহী সরকারি মহিলা কলেজ, (১৭) রাজশাহী কলেজিয়েট স্কুল, (১৮) রাজশাহী সরকারি সিটি কলেজ, ১৯) রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়, (২০) রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, হেতেম খাঁ, (২১) সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, (২২) নিউ গভঃ ডিগ্রী কলেজ, (২৩) গভঃ ল্যাবরেটরী হাই স্কুল, (২৪) লক্ষীপুর বালিকা উচ্চ বিদ্যালয়, (২৫) হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়, (২৬) রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, (২৭) শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, (২৮) রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হেলেনাবাদ, (২৯) রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা, (৩০) মিশন বালিকা উচ্চ বিদ্যালয়, (৩১) রাজশাহী কোর্ট একাডেমী, (৩২) হাজী জমির উদ্দিন শাফিনা মহিলা ডিগ্রী কলেজ, লক্ষীপুর, ভাটাপাড়া এবং (৩৩) রাজশাহী কোর্ট কলেজ। উক্ত সময়ে আইন অমান্যকারীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষা চলাকালীন কেন্দ্রের আইন-শৃঙ্খলা রক্ষা করায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর অর্পিত ক্ষমতাবলে কেন্দ্রগুলোর চারপাশে ২০০ গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিষ্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং চারজনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার